1
লূক 2:11
Kitabul Mukkadas
আজ দাউদের গ্রামে তোমাদের নাজাতদাতা জন্মেছেন। তিনিই মসীহ্, তিনিই প্রভু।
Bandingkan
Selidiki লূক 2:11
2
লূক 2:10
ফেরেশতা তাদের বললেন, “ভয় কোরো না, কারণ আমি তোমাদের কাছে খুব আনন্দের খবর এনেছি। এই আনন্দ সব লোকেরই জন্য।
Selidiki লূক 2:10
3
লূক 2:14
“বেহেশতে আল্লাহ্র প্রশংসা হোক, দুনিয়াতে যাদের উপর তিনি সন্তুষ্ট তাদের শান্তি হোক।”
Selidiki লূক 2:14
4
লূক 2:52
ঈসা জ্ঞানে, বয়সে এবং আল্লাহ্ ও মানুষের মহব্বতে বেড়ে উঠতে লাগলেন।
Selidiki লূক 2:52
5
লূক 2:12
এই কথা যে সত্যি তোমাদের কাছে তার চিহ্ন হল এই- তোমরা কাপড়ে জড়ানো এবং যাবপাত্রে শোয়ানো একটি শিশুকে দেখতে পাবে।”
Selidiki লূক 2:12
6
লূক 2:8-9
বেথেলহেমের কাছে মাঠের মধ্যে রাতের বেলায় রাখালেরা তাদের ভেড়ার পাল পাহারা দিচ্ছিল। এমন সময় মাবুদের একজন ফেরেশতা হঠাৎ তাদের সামনে উপস্থিত হলেন। তখন মাবুদের মহিমা তাদের চারদিকে উজ্জ্বল হয়ে দেখা দিল। এতে রাখালেরা খুব ভয় পেল।
Selidiki লূক 2:8-9
Halaman Utama
Alkitab
Pelan
Video