1
লূক 19:10
Kitabul Mukkadas
যারা হারিয়ে গেছে তাদের তালাশ করতে ও নাজাত করতেই ইব্ন্তেআদম এসেছেন।”
Bandingkan
Selidiki লূক 19:10
2
লূক 19:38
“মাবুদের নামে যে বাদশাহ্ আসছেন তাঁর প্রশংসা হোক! বেহেশতেই শান্তি, আর সেখানে আল্লাহ্র মহিমা প্রকাশিত।”
Selidiki লূক 19:38
3
লূক 19:9
তখন ঈসা বললেন, “এই বাড়ীতে আজ নাজাত আসল, কারণ এও তো ইব্রাহিমের বংশের একজন।
Selidiki লূক 19:9
4
লূক 19:5-6
ঈসা সেই ডুমুর গাছের কাছে এসে উপরের দিকে তাকালেন এবং সক্কেয়কে বললেন, “সক্কেয়, তাড়াতাড়ি নেমে এস, কারণ আজ তোমার বাড়ীতে আমাকে থাকতে হবে।” সক্কেয় তাড়াতাড়ি নেমে আসলেন এবং আনন্দের সংগে ঈসাকে গ্রহণ করলেন।
Selidiki লূক 19:5-6
5
লূক 19:8
সক্কেয় সেখানে দাঁড়িয়ে ঈসাকে বললেন, “হুজুর, আমি আমার ধন-সম্পত্তির অর্ধেক গরীবদের দিয়ে দিচ্ছি এবং যদি কাউকে ঠকিয়ে থাকি তবে তার চারগুণ ফিরিয়ে দিচ্ছি।”
Selidiki লূক 19:8
6
লূক 19:39-40
ভিড়ের মধ্য থেকে কয়েকজন ফরীশী ঈসাকে বললেন, “হুজুর, আপনার সাহাবীদের চুপ করতে বলুন।” ঈসা তাঁদের বললেন, “আমি আপনাদের বলছি, এরা যদি চুপ করে থাকে তবে পাথরগুলো চেঁচিয়ে উঠবে।”
Selidiki লূক 19:39-40
Halaman Utama
Alkitab
Pelan
Video