1
আদিপুস্তক 37:5
পবিএ বাইবেল CL Bible (BSI)
যোষেফ একদিন এক স্বপ্ন দেখে তার কথা ভাইদের কাছে বলল, কিন্তু তার ফলে ভাইয়েরা তাকে আরও বেশী হিংসা করতে লাগল।
तुलना करा
एक्सप्लोर करा আদিপুস্তক 37:5
2
আদিপুস্তক 37:3
যোষেফকে বেশী ভালবাসতেন। তিনি তাকে একটি দামী পোষাক তৈরী করিয়ে দিয়েছিলেন।
एक्सप्लोर करा আদিপুস্তক 37:3
3
আদিপুস্তক 37:4
অন্যান্য ভাইদের চেয়ে তার বাবা তাকে বেশী ভালবাসতেন বলে ভাইয়েরা তাকে হিংসা করত। তার সঙ্গে ভালোভাবে কথাবার্তা বলত না।
एक्सप्लोर करा আদিপুস্তক 37:4
4
আদিপুস্তক 37:9
এর পর যোষেফ আবার একটি স্বপ্ন দেখে তার কথাও ভাইদের কাছে বলল। সে বলল, আমি আবার একটা স্বপ্ন দেখেছি। আমি দেখলাম, সূর্য, চন্দ্র এবং এগারোটি নক্ষত্র এসে আমাকে প্রণাম করল।
एक्सप्लोर करा আদিপুস্তক 37:9
5
আদিপুস্তক 37:11
কিন্তু তার বাবা এ কথা মনে গেঁথে রাখলেন।
एक्सप्लोर करा আদিপুস্তক 37:11
6
আদিপুস্তক 37:6-7
সে তাদের বলল, আমি একটা স্বপ্ন দেখেছি। কি দেখেছি শোন, আমি দেখলাম, আমরা সকলে মিলে ক্ষেতে আঁটি বাঁধছি, এমন সময়ে আমার আঁটিখানা উঠে দাঁড়াল আর তোমাদের গুলো তার চারিদিকে ঘিরে দাঁড়াল এবং সেটিকে প্রণাম করল।
एक्सप्लोर करा আদিপুস্তক 37:6-7
7
আদিপুস্তক 37:20
এস, আমরা ওকে মেরে একটা কুয়োর মধ্যে ফেলে দিই। আমরা বলব, কোন হিংস্র জন্তু ওকে খেয়ে ফেলেছে। ওর স্বপ্ন কি করে সফল হয় তা আমরা দেখে নেব। কিন্তু রূবেণ এ কথা শুনে তাদের কবল থেকে যোষেফকে রক্ষা করার চেষ্টা করল।
एक्सप्लोर करा আদিপুস্তক 37:20
8
আদিপুস্তক 37:28
মিদিয়ন দেশের ইশ্মায়েলী বণিকেরা ওই কুয়োর কাছ দিয়ে যাওয়ার সময় ভাইয়েরা যোষেফকে কুয়ো থেকে টেনে তুলল এবং বিশটি রূপোর মুদ্রার বদলে তাকে ইশ্মায়েলী বণিকদের কাছে বিক্রি করে দিল। ইশ্মায়েলী বণিকেরা যোষেফকে নিয়ে মিশরে চলে গেল। পরে রূবেণ কুয়োর কাছে গিয়ে দেখল যোষেফ সেখানে নেই।
एक्सप्लोर करा আদিপুস্তক 37:28
9
আদিপুস্তক 37:19
তারা পরামর্শ করে বলল, ঐ দেখ, স্বপ্নদর্শক মশাই আসছেন।
एक्सप्लोर करा আদিপুস্তক 37:19
10
আদিপুস্তক 37:18
তারা দূর থেকে যোষেফকে পেল এবং সে তাদের কাছে গিয়ে পৌঁছাবার আগেই তাকে হত্যা করার ষড়যন্ত্র করল।
एक्सप्लोर करा আদিপুস্তক 37:18
11
আদিপুস্তক 37:22
তোমরা ওর রক্তপাত করো না। ওকে তোমরা বরং প্রান্তরে এই কুয়োর মধ্যে ফেলে দাও, কিন্তু ওর গায়ে হাত তুলো না। এইভাবে রূবেণ যোষেফকে তাদের হাত থেকে উদ্ধার করে তার বাবার কাছে ফিরে পাঠাবার চেষ্টা করল।
एक्सप्लोर करा আদিপুস্তক 37:22
मुख्य
बायबल
योजना
व्हिडिओ