আদিপুস্তক ৫
৫
আদম-বংশের বিবরণ
1 আদমের বংশাবলি-পত্র এই- যে দিন ঈশ্বর মনুষ্যের সৃষ্টি করিলেন, সেই দিনে ঈশ্বরের সাদৃশ্যেই তাঁহাকে সৃষ্টি করিলেন; 2 পুরুষ ও স্ত্রী করিয়া তাঁহাদিগকে সৃষ্টি করিলেন, এবং সেই সৃষ্টিদিনে তাঁহাদিগকে আশীর্বাদ করিয়া আদম, এই নাম দিলেন। 3 পরে আদম একশত ত্রিশ বৎসর বয়সে আপনার সাদৃশ্যে ও প্রতিমূর্তিতে পুত্রের জন্ম দিয়া তাহার নাম শেথ রাখিলেন। 4 শেথের জন্ম দিলে পর আদম আট শত বৎসর জীবিত থাকিয়া আরও পুত্র ও কন্যার জন্ম দিলেন। 5 সর্বসুদ্ধ আদমের নয়শত ত্রিশ বৎসর বয়স হইলে তাঁহার মৃত্যু হইল।
6 শেথ একশত পাঁচ বৎসর বয়সে ইনোশের জন্ম দিলেন। 7 ইনোশের জন্ম দিলে পর শেথ আট শত সাত বৎসর জীবিত থাকিয়া আরও পুত্র ও কন্যার জন্ম দিলেন। 8 সর্বসুদ্ধ শেথের নয়শত বারো বৎসর বয়স হইলে তাঁহার মৃত্যু হইল।
9 ইনোশ নব্বই বৎসর বয়সে কৈননের জন্ম দিলেন। 10 কৈননের জন্ম দিলে পর ইনোশ আট শত পনের বৎসর জীবিত থাকিয়া আরও পুত্র ও কন্যার জন্ম দিলেন। 11 সর্বসুদ্ধ ইনোশের নয়শত পাঁচ বৎসর বয়স হইলে তাঁহার মৃত্যু হইল।
12 কৈনন সত্তর বৎসর বয়সে মহললেলের জন্ম দিলেন। 13 মহললেলের জন্ম দিলে পর কৈনন আট শত চল্লিশ বৎসর জীবিত থাকিয়া আরও পুত্র ও কন্যার জন্ম দিলেন। 14 সর্বসুদ্ধ কৈননের নয়শত দশ বৎসর বয়স হইলে তাঁহার মৃত্যু হইল।
15 মহললেল পঁয়ষট্টি বৎসর বয়সে যেরদের জন্ম দিলেন। 16 যেরদের জন্ম দিলে পর মহললেল আট শত ত্রিশ বৎসর জীবিত থাকিয়া আরও পুত্র ও কন্যার জন্ম দিলেন। 17 সর্বসুদ্ধ মহললেলের আট শত পঁচানব্বই বৎসর বয়স হইলে তাঁহার মৃত্যু হইল।
18 যেরদ একশত বাষট্টি বৎসর বয়সে হনোকের জন্ম দিলেন। 19 হনোকের জন্ম দিলে পর যেরদ আট শত বৎসর জীবিত থাকিয়া আরও পুত্র ও কন্যার জন্ম দিলেন। 20 সর্বসুদ্ধ যেরদের নয়শত বাষট্টি বৎসর বয়স হইলে তাঁহার মৃত্যু হইল।
21 হনোক পঁয়ষট্টি বৎসর বয়সে মথূশেলহের জন্ম দিলেন। 22 মথূশেলহের জন্ম দিলে পর হনোক তিনশত বৎসর ঈশ্বরের সহিত গমনাগমন করিলেন, এবং আরও পুত্র ও কন্যার জন্ম দিলেন। 23 সর্বসুদ্ধ হনোক তিনশত পঁয়ষট্টি বৎসর রহিলেন। 24 হনোক ঈশ্বরের সহিত গমনাগমন করিতেন। পরে তিনি আর রহিলেন না, কেননা ঈশ্বর তাঁহাকে গ্রহণ করিলেন।
25 মথূশেলহ একশত সাতাশি বৎসর বয়সে লেমকের জন্ম দিলেন। 26 লেমকের জন্ম দিলে পর মথূশেলহ সাত শত বিরাশি বৎসর জীবিত থাকিয়া আরও পুত্র ও কন্যার জন্ম দিলেন। 27 সর্বসুদ্ধ মথূশেলহের নয়শত ঊনসত্তর বৎসর বয়স হইলে তাঁহার মৃত্যু হইল।
28 লেমক একশত বিরাশি বৎসর বয়সে পুত্রের জন্ম দিয়া তাহার নাম নোহ (বিশ্রাম) রাখিলেন; 29 কেননা তিনি কহিলেন, সদাপ্রভু কর্তৃক অভিশপ্ত ভূমি হইতে আমাদের যে শ্রম ও হস্তের ক্লেশ হয়, তদ্বিষয়ে এ আমাদিগকে সান্ত্বনা দিবে। 30 নোহের জন্ম দিলে পর লেমক পাঁচ শত পঁচানব্বই বৎসর জীবিত থাকিয়া আরও পুত্র ও কন্যার জন্ম দিলেন। 31 সর্বসুদ্ধ লেমকের সাত শত সাতাত্তর বৎসর বয়স হইলে তাঁহার মৃত্যু হইল। 32 পরে নোহ পাঁচ শত বৎসর বয়সে শেম, হাম ও যেফতের জন্ম দিলেন।
Одоогоор Сонгогдсон:
আদিপুস্তক ৫: বিবিএস
Тодруулга
Хуваалцах
Хувилах
Тодруулсан зүйлсээ бүх төхөөрөмждөө хадгалмаар байна уу? Бүртгүүлэх эсвэл нэвтэрнэ үү
Copyright © 2023 Bangladesh Bible Society. All rights reserved.