1
ইউহোন্না 1:12
Kitabul Mukkadas
তবে যতজন তাঁর উপর ঈমান এনে তাঁকে গ্রহণ করল তাদের প্রত্যেককে তিনি আল্লাহ্র সন্তান হবার অধিকার দিলেন।
Спореди
Истражи ইউহোন্না 1:12
2
ইউহোন্না 1:1
প্রথমেই কালাম ছিলেন, কালাম আল্লাহ্র সংগে ছিলেন এবং কালাম নিজেই আল্লাহ্ ছিলেন।
Истражи ইউহোন্না 1:1
3
ইউহোন্না 1:5
সেই নূর অন্ধকারের মধ্যে জ্বলছে কিন্তু অন্ধকার নূরকে জয় করতে পারে নি।
Истражи ইউহোন্না 1:5
4
ইউহোন্না 1:14
সেই কালামই মানুষ হয়ে জন্মগ্রহণ করলেন এবং আমাদের মধ্যে বাস করলেন। পিতার একমাত্র পুত্র হিসাবে তাঁর যে মহিমা সেই মহিমা আমরা দেখেছি। তিনি রহমত ও সত্যে পূর্ণ।
Истражи ইউহোন্না 1:14
5
ইউহোন্না 1:3-4
সব কিছুই সেই কালামের দ্বারা সৃষ্ট হয়েছিল, আর যা কিছু সৃষ্ট হয়েছিল সেগুলোর মধ্যে কোন কিছুই তাঁকে ছাড়া সৃষ্ট হয় নি। তাঁর মধ্যে জীবন ছিল এবং সেই জীবনই ছিল মানুষের নূর।
Истражи ইউহোন্না 1:3-4
6
ইউহোন্না 1:29
পরের দিন ইয়াহিয়া ঈসাকে তাঁর নিজের দিকে আসতে দেখে বললেন, “ঐ দেখ আল্লাহ্র মেষ-শাবক, যিনি মানুষের সমস্ত গুনাহ্ দূর করেন।
Истражи ইউহোন্না 1:29
7
ইউহোন্না 1:10-11
তিনি দুনিয়াতেই ছিলেন এবং দুনিয়া তাঁর দ্বারাই সৃষ্ট হয়েছিল, তবু দুনিয়ার মানুষ তাঁকে চিনল না। তিনি নিজের দেশে আসলেন, কিন্তু তাঁর নিজের লোকেরাই তাঁকে গ্রহণ করল না।
Истражи ইউহোন্না 1:10-11
8
ইউহোন্না 1:9
সেই আসল নূর, যিনি প্রত্যেক মানুষকে নূর দান করেন, তিনি দুনিয়াতে আসছিলেন।
Истражи ইউহোন্না 1:9
9
ইউহোন্না 1:17
মূসার মধ্য দিয়ে শরীয়ত দেওয়া হয়েছিল, কিন্তু ঈসা মসীহের মধ্য দিয়ে রহমত ও সত্য এসেছে।
Истражи ইউহোন্না 1:17
Дома
Библија
Планови
Видеа