1
মার্ক ১:35
পবিত্র বাইবেল গসপেল (কেরী ভার্সন)
পরে অতি প্রত্যুষে, রাত্রি পোহাইবার অনেকক্ষণ পূর্বে, তিনি উঠিয়া বাহিরে গেলেন, এবং নির্জন স্থানে গিয়া তথায় প্রার্থনা করিলেন।
Palyginti
Naršyti মার্ক ১:35
2
মার্ক ১:15
তোমরা মন ফিরাও, ও সুসমাচারে বিশ্বাস কর।’
Naršyti মার্ক ১:15
3
মার্ক ১:10-11
আর তৎক্ষণাৎ জলের মধ্য হইতে উঠিবার সময়ে দেখিলেন, আকাশ দুইভাগ হইল, এবং আত্মা কপোতের ন্যায় তাঁহার উপরে নামিয়া আসিতেছেন। আর স্বর্গ হইতে এই বাণী হইল, ‘তুমিই আমার প্রিয় পুত্র, তোমাতেই আমি প্রীত’।
Naršyti মার্ক ১:10-11
4
মার্ক ১:8
আমি তোমাদিগকে জলে বাপ্তাইজ করিলাম, কিন্তু তিনি তোমাদিগকে পবিত্র আত্মায় বাপ্তাইজ করিবেন।
Naršyti মার্ক ১:8
5
মার্ক ১:17-18
যীশু তাঁহাদিগকে কহিলেন, আমার পশ্চাৎ আইস, আমি তোমাদিগকে মনুষ্যধারী করিব। আর তৎক্ষণাৎ তাঁহারা জাল পরিত্যাগ করিয়া তাঁহার পশ্চাদ্গামী হইলেন।
Naršyti মার্ক ১:17-18
6
মার্ক ১:22
তাহাতে লোকে তাঁহার উপদেশে চমৎকৃত হইল, কারণ তিনি ক্ষমতাপন্ন ব্যক্তির ন্যায় তাহাদিগকে উপদেশ দিতেন, অধ্যাপকদের ন্যায় নয়।
Naršyti মার্ক ১:22
Pradžia
Biblija
Planai
Vaizdo įrašai