1
পয়দায়েশ 22:14
কিতাবুল মোকাদ্দস
ইব্রাহিম সেই স্থানের নাম রাখলেন ইয়াহ্ওয়েহ্-যিরি (মাবুদ যোগাবেন)। এজন্য এখনও লোকে বলে, মাবুদের পর্বতে মাবুদই যুগিয়ে দেন।
ತಾಳೆಮಾಡಿ
পয়দায়েশ 22:14 ಅನ್ವೇಷಿಸಿ
2
পয়দায়েশ 22:2
তখন তিনি বললেন, তুমি তোমার পুত্রকে, তোমার একমাত্র পুত্রকে, যাকে তুমি মহব্বত কর, সেই ইস্হাককে নিয়ে মোরিয়া দেশে যাও এবং সেখানকার যে এক পর্বতের কথা আমি তোমাকে বলবো, তার উপরে তাকে পোড়ানো-কোরবানী হিসেবে কোরবানী করো।
পয়দায়েশ 22:2 ಅನ್ವೇಷಿಸಿ
3
পয়দায়েশ 22:12
তখন তিনি বললেন, যুবকটির প্রতি তোমার হাত বাড়িয়ো না, ওর প্রতি কিছুই করো না, কেননা এখন আমি বুঝলাম, তুমি আল্লাহ্কে ভয় কর, আমাকে নিজের একমাত্র পুত্রকে দিতেও অসম্মত হও নি।
পয়দায়েশ 22:12 ಅನ್ವೇಷಿಸಿ
4
পয়দায়েশ 22:8
ইব্রাহিম বললেন, বৎস, আল্লাহ্ নিজেই পোড়ানো-কোরবানীর জন্য ভেড়ার বাচ্চা যুগিয়ে দেবেন। পরে উভয়ে একসঙ্গে চলে গেলেন।
পয়দায়েশ 22:8 ಅನ್ವೇಷಿಸಿ
5
পয়দায়েশ 22:17-18
আমি অবশ্যই তোমাকে দোয়া করবো এবং আসমানের তারার মত ও সমুদ্র-তীরের বালুকণার মত তোমার বংশ অতিশয় বৃদ্ধি করবো; তোমার বংশ দুশমনদের নগরগুলো অধিকার করবে; আর তোমার বংশের মধ্য দিয়ে দুনিয়ার সমস্ত জাতি দোয়া লাভ করবে; কারণ তুমি আমার হুকুম পালন করেছ।
পয়দায়েশ 22:17-18 ಅನ್ವೇಷಿಸಿ
6
পয়দায়েশ 22:1
এসব ঘটনার পরে আল্লাহ্ ইব্রাহিমকে পরীক্ষা করলেন। তিনি তাঁকে বললেন, হে ইব্রাহিম; জবাবে তিনি বললেন, দেখুন, এই আমি।
পয়দায়েশ 22:1 ಅನ್ವೇಷಿಸಿ
7
পয়দায়েশ 22:11
এমন সময়ে আকাশ থেকে মাবুদের ফেরেশতা তাঁকে ডেকে বললেন, ইব্রাহিম, ইব্রাহিম! তিনি বললেন, দেখুন, এই আমি।
পয়দায়েশ 22:11 ಅನ್ವೇಷಿಸಿ
8
পয়দায়েশ 22:15-16
পরে মাবুদের ফেরেশতা দ্বিতীয়বার আকাশ থেকে ইব্রাহিমকে ডেকে বললেন, মাবুদ বলছেন, তুমি এই কাজ করলে, আমাকে তোমার একমাত্র পুত্রকে দিতে অসম্মত হলে না, এজন্য আমি আমারই নামে কসম খেয়ে বলছি
পয়দায়েশ 22:15-16 ಅನ್ವೇಷಿಸಿ
9
পয়দায়েশ 22:9
আল্লাহ্ যে স্থানের কথা বলেছিলেন সেখানে উপস্থিত হলে ইব্রাহিম সেখানে একটি কোরবানগাহ্ তৈরি করে কাঠ সাজালেন, পরে তাঁর পুত্র ইস্হাককে বেঁধে কোরবানগাহ্র কাঠের উপরে রাখলেন।
পয়দায়েশ 22:9 ಅನ್ವೇಷಿಸಿ
ಮುಖಪುಟ
ಬೈಬಲ್
ಯೋಜನೆಗಳು
ವೀಡಿಯೊಗಳು