1
আদিপুস্তক 15:6
Pobitro Baibel
অব্রাম সদাপ্রভুর কথা বিশ্বাস করলেন আর সদাপ্রভু সেইজন্য তাঁকে নির্দোষ বলে গ্রহণ করলেন।
ತಾಳೆಮಾಡಿ
আদিপুস্তক 15:6 ಅನ್ವೇಷಿಸಿ
2
আদিপুস্তক 15:1
এর পর সদাপ্রভু অব্রামকে দর্শনের মধ্য দিয়ে বললেন, “অব্রাম, ভয় কোরো না। ঢালের মত করে আমিই তোমাকে রক্ষা করব, আর তোমার পুরস্কার হবে মহান।”
আদিপুস্তক 15:1 ಅನ್ವೇಷಿಸಿ
3
আদিপুস্তক 15:5
পরে সদাপ্রভু অব্রামকে বাইরে নিয়ে গিয়ে বললেন, “আকাশের দিকে তাকাও এবং যদি পার ঐ তারাগুলো গুণে শেষ কর। তোমার বংশের লোকেরা ঐ তারার মতই অসংখ্য হবে।”
আদিপুস্তক 15:5 ಅನ್ವೇಷಿಸಿ
4
আদিপুস্তক 15:4
তখন সদাপ্রভু অব্রামকে বললেন, “না, অধিকারী সে হবে না। তোমার নিজের সন্তানই তোমার সম্পত্তির অধিকারী হবে।”
আদিপুস্তক 15:4 ಅನ್ವೇಷಿಸಿ
5
আদিপুস্তক 15:13
তখন সদাপ্রভু তাঁকে বললেন, “তুমি এই কথা নিশ্চয় করে জেনো, তোমার বংশের লোকেরা এমন একটা দেশে গিয়ে বাস করবে যা তাদের নিজেদের নয়। সেখানে তারা অন্যদের দাস হয়ে চারশো বছর পর্যন্ত অত্যাচার ভোগ করবে।
আদিপুস্তক 15:13 ಅನ್ವೇಷಿಸಿ
6
আদিপুস্তক 15:2
অব্রাম বললেন, “হে সদাপ্রভু, আমার প্রভু, তুমি আমাকে কি দেবে? আমার তো কোন ছেলেমেয়ে নেই। আমার মৃত্যুর পরে দামেস্কের ইলীয়েষর আমার সম্পত্তির অধিকারী হবে।
আদিপুস্তক 15:2 ಅನ್ವೇಷಿಸಿ
7
আদিপুস্তক 15:18
সদাপ্রভু সেই দিনই অব্রামের জন্য এই বলে একটা ব্যবস্থা স্থাপন করলেন, “মিসরের নদী থেকে আরম্ভ করে মহানদী ইউফ্রেটিস পর্যন্ত সমস্ত দেশটা আমি তোমার বংশকে দিলাম।
আদিপুস্তক 15:18 ಅನ್ವೇಷಿಸಿ
8
আদিপুস্তক 15:16
কিন্তু তোমার বংশের চতুর্থ পুরুষের লোকেরা এখানে ফিরে আসবে, কারণ পাপ করতে করতে ইমোরীয়েরা এখনও এমন অবস্থায় গিয়ে পৌঁছায় নি যার জন্য আমাকে তাদের শাস্তি দিতে হবে।”
আদিপুস্তক 15:16 ಅನ್ವೇಷಿಸಿ
ಮುಖಪುಟ
ಬೈಬಲ್
ಯೋಜನೆಗಳು
ವೀಡಿಯೊಗಳು