আদিপুস্তক ৭

1 আর সদাপ্রভু নোহকে কহিলেন, তুমি সপরিবারে জাহাজে প্রবেশ কর, কেননা এই কালের লোকদের মধ্যে আমার সাক্ষাতে তোমাকেই ধার্মিক দেখিয়াছি। 2 তুমি শুচি পশুর স্ত্রীপুরুষ লইয়া প্রত্যেক জাতির সাত সাত জোড়া এবং অশুচি পশুর স্ত্রীপুরুষ লইয়া প্রত্যেক জাতির এক এক জোড়া, 3 এবং আকাশের পক্ষীদেরও স্ত্রীপুরুষ লইয়া প্রত্যেক জাতির সাত সাত জোড়া, সমস্ত ভূমণ্ডলে তাহাদের বংশ রক্ষার্থে আপনার সঙ্গে রাখ। 4 কেননা সাত দিনের পর আমি পৃথিবীতে চল্লিশ দিবারাত্র বৃষ্টি বর্ষাইয়া আমার নির্মিত যাবতীয় প্রাণীকে ভূমণ্ডল হইতে উচ্ছিন্ন করিব। 5 তখন নোহ সদাপ্রভুর আজ্ঞা অনুসারে সকল কর্ম করিলেন।
6 নোহের ছয়শত বৎসর বয়সে পৃথিবীতে জলপ্লাবন হইল। 7 জলপ্লাবনের অপেক্ষাতে নোহ ও তাঁহার পুত্রগণ এবং তাঁহার স্ত্রী ও পুত্রবধূগণ জাহাজে প্রবেশ করিলেন। 8 নোহের প্রতি ঈশ্বরের আজ্ঞা অনুসারে শুচি অশুচি পশুর, 9 এবং পক্ষীর ও ভূমিতে গমনশীল যাবতীয় জীবের স্ত্রীপুরুষ জোড়া জোড়া জাহাজে নোহের নিকটে প্রবেশ করিল। 10 পরে সেই সাত দিন গত হইলে পৃথিবীতে জলপ্লাবন হইল। 11 নোহের বয়সের ছয়শত বৎসরের দ্বিতীয় মাসের সপ্তদশ দিনে মহাজলধির সমস্ত উনুই ভাঙ্গিয়া গেল, এবং আকাশের বাতায়ন সকল মুক্ত হইল; 12 তাহাতে পৃথিবীতে চল্লিশ দিবারাত্র মহা বৃষ্টি হইল। 13 সেই দিন নোহ, এবং শেম, হাম ও যেফৎ নামে নোহের পুত্রগণ এবং তাঁহাদের সহিত নোহের স্ত্রী ও তিন পুত্রবধূ জাহাজে প্রবেশ করিলেন। 14 আর তাঁহাদের সহিত সর্বজাতীয় বন্য পশু, সর্বজাতীয় গৃহপালিত পশু, সর্বজাতীয় ভূচর সরীসৃপ জীব ও সর্বজাতীয় পক্ষী, সর্বজাতীয় খেচর, 15 প্রাণবায়ুবিশিষ্ট সর্বপ্রকার জীবজন্তু জোড়া জোড়া জাহাজে নোহের নিকটে প্রবেশ করিল। 16 ফলতঃ তাঁহার প্রতি ঈশ্বরের আজ্ঞা অনুসারে সমস্ত প্রাণীর স্ত্রীপুরুষ প্রবেশ করিল। পরে সদাপ্রভু তাঁহার পশ্চাতের দ্বার বদ্ধ করিলেন।
17 আর চল্লিশ দিন পর্যন্ত পৃথিবীতে জলপ্লাবন হইল; তাহাতে জল বৃদ্ধি পাইয়া জাহাজ ভাসাইলে তাহা মৃত্তিকা ছাড়িয়া উঠিল। 18 পরে জল প্রবল হইয়া পৃথিবীতে অতিশয় বৃদ্ধি পাইল, এবং জাহাজ জলের উপরে ভাসিয়া গেল। 19 আর পৃথিবীতে জল অত্যন্ত প্রবল হইল, আকাশমণ্ডলের অধঃস্থিত সকল মহাপর্বত মগ্ন হইল। 20 তাহার উপরে পনের হাত জল উঠিয়া প্রবল হইল, পর্বত সকল মগ্ন হইল। 21 তাহাতে ভূচর যাবতীয় প্রাণী- পক্ষী, গৃহপালিত ও বন্য পশু, ভূচর সরীসৃপ সকল এবং মনুষ্য সকল মরিল। 22 স্থলচর যত প্রাণীর নাসিকাতে প্রাণবায়ুর সঞ্চার ছিল, সকলে মরিল। 23 এইরূপে ভূমণ্ডল-নিবাসী সমস্ত প্রাণী- মনুষ্য, পশু, সরীসৃপ জীব ও আকাশের পক্ষী সকল উচ্ছিন্ন হইল, পৃথিবী হইতে উচ্ছিন্ন হইল, কেবল নোহ ও তাঁহার সঙ্গী জাহাজস্থ প্রাণীরা বাঁচিলেন। 24 আর জল পৃথিবীর উপরে একশত পঞ্চাশ দিন পর্যন্ত প্রবল থাকিল।

ទើបបានជ្រើសរើសហើយ៖

আদিপুস্তক ৭: বিবিএস

គំនូស​ចំណាំ

ចែក​រំលែក

ចម្លង

None

ចង់ឱ្យគំនូសពណ៌ដែលបានរក្សាទុករបស់អ្នក មាននៅលើគ្រប់ឧបករណ៍ទាំងអស់មែនទេ? ចុះឈ្មោះប្រើ ឬចុះឈ្មោះចូល