1
লুক 22:42
পবিএ বাইবেল CL Bible (BSI)
পিতা, যদি তোমার ইচ্ছা হয় তাহলেল এই পানপাত্র আমার কাছ থেকে সরিয়ে নাও, তবু আমার ইচ্ছা নয়, তোমারই ইচ্ছা পূর্ণ হোক।
Bera saman
Explore লুক 22:42
2
লুক 22:32
কিন্তু আমি তোমার জন্য প্রার্থনা করছি যেন তুমি বিশ্বাস না হারাও। তুমি যখন পিরে আসবে, তখন তোমার ভাইদের মধ্যে শক্তি সঞ্চার করো।
Explore লুক 22:32
3
লুক 22:19
তারপর তিনি রুটি নিয়ে ধন্যবাদ দেবার পর সেগুলি টুকরো টুকরো করে তাঁদের দিয়ে বললেন, ‘এই হল আমার দেহ যা তোমাদের দেওয়া হল। আমার স্মরণে এইরূপ করো।
Explore লুক 22:19
4
লুক 22:20
খাওয়া হয়ে গেলে সেইভাবে তিনি পানপাত্রটি নিয়ে বললেনঃ এই পানপাত্র তোমাদের জন্য নিঃশেষে ঢেলে দেওয়া হল। এই হল আমার রক্তে প্রতিষ্ঠিত নতুন সম্বন্ধের প্রতীক।
Explore লুক 22:20
5
লুক 22:44
কিন্তু নিদারুণ মর্মযাতনায় আরও একাগ্র হয়ে যীশু প্রার্থনা করতে লাগলেন। তাঁর ঘাম বড় বড় রক্তের ফোঁটার মত হয়ে মাটিতে পড়তে লাগল।
Explore লুক 22:44
6
লুক 22:26
কিন্তু তোমরা সেরকম হয়ো না। বরং তোমাদের মধ্যে যে বড় তাকে হতে হবে ছোট এবং নেতাকে হতে হবে সেবক।
Explore লুক 22:26
7
লুক 22:34
যীশু বললেন, পিতর তোমায় আমি বলছি, তুমি যে আমাকে চেন, একথা আজ মোরগ ডাকবার আগে তিনবার অস্বীকার করবে।
Explore লুক 22:34
Heim
Biblía
Áætlanir
Myndbönd