1
লুক 13:24
পবিএ বাইবেল CL Bible (BSI)
বললেন, সঙ্কীর্ণ দ্বার দিয়েই প্রবেশ করতে প্রাণপণে চেষ্টা কর। তোমাদের আমি বলে দিচ্ছি, অনেকেই প্রবেশ করতে চেষ্টা করবে কিন্তু পারবে না।
Bera saman
Explore লুক 13:24
2
লুক 13:11-12
সেখানে একটি স্ত্রীলোক ছিল। এক অপদেবতার ভরে সে আঠেরো বছর পঙ্গু হয়ে ছিল। ফলে কুঁজো হয়ে পড়েছিল সে, সোজা হয়ে দাঁড়াতে পারতো না। যীশু তাকে দেখতে পেয়ে ডেকে বললেন, ভদ্রে, তোমার ব্যাধি থেকে তুমি মুক্ত হলে।
Explore লুক 13:11-12
3
লুক 13:13
এই বলে, তিনি তার মাথায় হাত রাখলেন। সঙ্গে সঙ্গে সে সোজা হয়ে দাঁড়াল এবং ঈশ্বরের স্তব করতে লাগল।
Explore লুক 13:13
4
লুক 13:30
যারা পিছনে আছে তাদের মধ্যে কেউ কেউ প্রথম স্থান পাবে এবং যারা প্রথমে রয়েছে তাদের কারো কারো স্থান হবে সকলের শেষে।
Explore লুক 13:30
5
লুক 13:25
বাড়ির কর্তা দরজা বন্ধ করে দেওয়ার পর তোমরা বাইরে দাঁড়িয়ে দরজায় ঘা দিয়ে বলবে, ‘প্রভু দরজা খুলে দিন’ কিন্তু তিনি বলবেন, ‘তোমরা কোথা থেকে এসেছ, আমি জানি না।’
Explore লুক 13:25
6
লুক 13:5
আমি বলি, না। স্বভাব পরিবর্তন না করলে তোমরাও ওদের মতই ধ্বংস হবে।
Explore লুক 13:5
7
লুক 13:27
কিন্তু তিনি বলবেন, ‘আমি বলছি, আমি জানি না তোমরা কোথা থেকে দূর হও।’
Explore লুক 13:27
8
লুক 13:18-19
যীশু বললেন, ঈশ্বরের রাজ্য কিসের মত? কার সঙ্গে এর তুলনা দেব? এ হল একটি সরিষা বীজের মত, একটি লোক একদিন সেটি তার বাগানে পুঁতল। সেটি তারপর বড় হয়ে একটি গাছে পরিণত হল। আর তখন আকাশের পাখিরা এসে তার ডালে বাসা বাঁধল।
Explore লুক 13:18-19
Heim
Biblía
Áætlanir
Myndbönd