1
যোহন 9:4
পবিএ বাইবেল CL Bible (BSI)
দিনের আলো যতক্ষণ আছে ততক্ষণ আমার প্রেরণকর্তার কাজ অবশ্যই আমাদের করে যেতে হবে। রাত্রি আসন্ন, তখন আর কেউই কাজ করতে পারবে না।
Bera saman
Njòttu যোহন 9:4
2
যোহন 9:5
আমি যতদিন জগতে আছি ততদিন আমিই জগতের জ্যোতি।
Njòttu যোহন 9:5
3
যোহন 9:2-3
তাঁর শিষ্যেরা তাঁকে জিজ্ঞাসা করলেন, গুরুদেব, কার পাপে এই লোকটি অন্ধ হয়ে জন্মেছে? এর নিজের পাপে, না এর পিতামাতার পাপে? যীশু বললেন, এর পাপ ব আ এর পিতামাতার পাপা-কোনটাই এর কারণ নয়। এ অন্ধ হয়ে জন্মেছে যাতে এর মাধ্যমে ঐশী শক্তির সম্যক্ প্রকাশ ঘটে।
Njòttu যোহন 9:2-3
4
যোহন 9:39
যীশু বললেন, বিচার করতেই এই পৃথিবীতে আমার আগমন। যেন যারা দৃষ্টিহীন তারা দৃষ্টি পায় এবং যারা চক্ষুষ্মান তারা দৃষ্টি হারায়।
Njòttu যোহন 9:39
Heim
Biblía
Áætlanir
Myndbönd