1
যোহনলিখিত সুসমাচার 7:38
পবিত্র বাইবেল
শাস্ত্রে এ কথা বলে, যে আমার ওপর বিশ্বাস করে তার অন্তর থেকে জীবন্ত জলের নদী বইবে।”
Összehasonlít
Fedezd fel: যোহনলিখিত সুসমাচার 7:38
2
যোহনলিখিত সুসমাচার 7:37
পর্বের শেষ দিন, যে দিনটি বিশেষ দিন, সেই দিন যীশু উঠে দাঁড়িয়ে চেঁচিয়ে বললেন, “কারোর যদি পিপাসা পেয়ে থাকে তবে সে আমার কাছে এসে পান করুক।
Fedezd fel: যোহনলিখিত সুসমাচার 7:37
3
যোহনলিখিত সুসমাচার 7:39
যীশু পবিত্র আত্মা সম্পর্কে এই কথা বললেন, “সেই পবিত্র আত্মা তখনও দেওয়া হয় নি, কারণ যীশু তখনও মহিমান্বিত হন নি; কিন্তু পরে যারা যীশুকে বিশ্বাস করে তারা সেই আত্মা পাবে।”
Fedezd fel: যোহনলিখিত সুসমাচার 7:39
4
যোহনলিখিত সুসমাচার 7:24
বাহ্যিকভাবে কোন কিছু দেখেই তার বিচার করো না। যা সঠিক সেই হিসাবেই ন্যায় বিচার কর।”
Fedezd fel: যোহনলিখিত সুসমাচার 7:24
5
যোহনলিখিত সুসমাচার 7:18
যদি কেউ নিজের ভাবনার কথা নিজে বলে, তাহলে সে নিজেই নিজেকে সম্মানিত করতে চায়; কিন্তু যে তার প্রেরণ কর্তার গৌরব চায়, সেই লোক সত্যবাদী, তার মধ্যে কোন অসাধুতা নেই।
Fedezd fel: যোহনলিখিত সুসমাচার 7:18
6
যোহনলিখিত সুসমাচার 7:16
এর উত্তরে যীশু তাদের বললেন, “আমি যা শিক্ষা দিই তা আমার নিজস্ব নয়। যিনি আমায় পাঠিয়েছেন এসব সেই ঈশ্বরের কাছ থেকে পাওয়া।
Fedezd fel: যোহনলিখিত সুসমাচার 7:16
7
যোহনলিখিত সুসমাচার 7:7
জগত সংসার তোমাদের ঘৃণা করতে পারে না, কিন্তু আমাকে ঘৃণা করে। কারণ পৃথিবীর লোকেরা, যারা মন্দ কাজ করে, সেই সব লোকদের বিরুদ্ধে আমি সাক্ষ্য দিই।
Fedezd fel: যোহনলিখিত সুসমাচার 7:7
Kezdőoldal
Biblia
Olvasótervek
Videók