1
যোহনলিখিত সুসমাচার 11:25-26
পবিত্র বাইবেল
যীশু মার্থাকে বললেন, “আমিই পুনরুত্থান, আমিই জীবন। যে কেউ আমাকে বিশ্বাস করে, সে মরবার পর জীবন ফিরে পাবে। যে কেউ জীবিত আছে ও আমায় বিশ্বাস করে, সে কখনও মরবে না। তুমি কি একথা বিশ্বাস কর?”
Összehasonlít
Fedezd fel: যোহনলিখিত সুসমাচার 11:25-26
2
যোহনলিখিত সুসমাচার 11:40
যীশু তাঁকে বললেন, “আমি কি তোমায় বলিনি, যদি বিশ্বাস কর তবে ঈশ্বরের মহিমা দেখতে পাবে?”
Fedezd fel: যোহনলিখিত সুসমাচার 11:40
3
যোহনলিখিত সুসমাচার 11:35
যীশু কেঁদে ফেললেন।
Fedezd fel: যোহনলিখিত সুসমাচার 11:35
4
যোহনলিখিত সুসমাচার 11:4
যীশু একথা শুনে বললেন, “এই রোগে তার মৃত্যু হবে না; কিন্তু তা ঈশ্বরের মহিমার জন্যই হবে, যেন ঈশ্বরের পুত্র মহিমান্বিত হন।”
Fedezd fel: যোহনলিখিত সুসমাচার 11:4
5
যোহনলিখিত সুসমাচার 11:43-44
এই কথা বলার পর যীশু জোর গলায় ডাকলেন, “লাসার বেরিয়ে এস!” মৃত লাসার সেই কবর থেকে বাইরে এল। তার হাত-পা টুকরো কাপড় দিয়ে তখনও বাঁধা ছিল আর তার মুখের ওপর একখানা কাপড় জড়ানো ছিল। যীশু তখন তাদের বললেন, “বাঁধন খুলে দাও এবং ওকে যেতে দাও।”
Fedezd fel: যোহনলিখিত সুসমাচার 11:43-44
6
যোহনলিখিত সুসমাচার 11:38
এরপর যীশু আবার অন্তরে বিচলিত হয়ে উঠলেন। লাসারকে যেখানে রাখা হয়েছিল, যীশু সেই কবরের কাছে গেলেন। কবরটি ছিল একটা গুহা, যার প্রবেশ পথ একটা পাথর দিয়ে ঢাকা ছিল।
Fedezd fel: যোহনলিখিত সুসমাচার 11:38
7
যোহনলিখিত সুসমাচার 11:11
তিনি একথা বলার পর তাদের আবার বললেন, “আমাদের বন্ধু লাসার ঘুমিয়ে পড়েছে; কিন্তু আমি তাকে জাগাতে যাচ্ছি।”
Fedezd fel: যোহনলিখিত সুসমাচার 11:11
Kezdőoldal
Biblia
Tervek
Videók