1
লুক 19:10
পবিএ বাইবেল CL Bible (BSI)
যারা হারিয়ে গেছে, মানবপুত্র তাদের সন্ধান ও উদ্ধার কররার জন্য এসেছেন।
Összehasonlít
Fedezd fel: লুক 19:10
2
লুক 19:38
বলতে লাগলেন, ধন্য রাজন, প্রভুর প্রতিনিধিরূপে যিনি আসছেন —স্বর্গলোকে শান্তি ও পরাৎপরের মহিমা হোক।
Fedezd fel: লুক 19:38
3
লুক 19:9
যীশু তাকে বললেন, এই পরিবারটি আজ পরিত্রাণ লাভ করল, এই ব্যক্তিই অব্রাহামের প্রকৃত সন্তান।
Fedezd fel: লুক 19:9
4
লুক 19:5-6
যীশু সেখানে এসে উপরের দিকে চেযে তাকে বললেন, সক্কেয়, শিগ্গির নেমে এস। আজ যে আমাকে তোমার বাড়িতেই থাকতে হবে। সক্কেয় তাড়াতাড়ি নিচে নেমে এসে সানন্দে তাঁকে স্বাগত জানাল।
Fedezd fel: লুক 19:5-6
5
লুক 19:8
সক্কেয় উঠে দাঁড়িয়ে প্রভুকে বললেন, প্রভু দেখুন, আমি আমার উপার্জনের অর্ধেক গরীবদের বিলিয়ে দিই এবং যদি অন্যায় করে কারও কিছু নিয়ে থাকি, তবে তার চারগুণ পিরিয়ে দিই।
Fedezd fel: লুক 19:8
6
লুক 19:39-40
ভীড়ের মধ্যে থেকে কয়েকজন ফরিশী তাঁকে বললেন, গুরুদেব, আপনার শিষ্যদের ধমক দিন। যীশু উত্তর দিলেন, তোমাদের আমি বলছি, এরা যদি নীরব হয়ে যায় তবে এই পাথরগুলিও চীৎকার করে উঠবে।
Fedezd fel: লুক 19:39-40
Kezdőoldal
Biblia
Olvasótervek
Videók