1
আদিপুস্তক 14:20
পবিএ বাইবেল CL Bible (BSI)
ধন্য পরাৎপর ঈশ্বর, যিনি তোমার বিপক্ষদের তোমার হাতে করেছেন সমর্পণ। অব্রাম সমস্ত দ্রব্যসম্ভারের এক দশমাংশ তাঁকে দিলেন। সদোমের রাজা অব্রামকে বললেন
Összehasonlít
Fedezd fel: আদিপুস্তক 14:20
2
আদিপুস্তক 14:18-19
শালেমের রাজা মেলকিসেদেকও রুটি এবং আঙুরের নির্যাস নিয়ে এলেন। তিনি ছিলেন পরাৎপর ঈশ্বরের পুরোহিত। মেল্কিসেদেক অব্রামকে আশীর্বাদ করে বললেন, স্বর্গ ও মর্ত্যের স্রষ্টা পরাৎপর ঈশ্বর অব্রামকে করুন আশীর্বাদ
Fedezd fel: আদিপুস্তক 14:18-19
3
আদিপুস্তক 14:22-23
কিন্তু অব্রাম সদোমরাজকে বললেন, স্বর্গ ও মর্ত্যের স্রষ্টা পরাৎপর ঈশ্বর প্রভুর কাছে আমি এই শপথ করেছি যে আমি আপনার কিছুই নেব না, এমনকি একগাছি সূতো বা জুতোর ফিতেও নয়, পরে যেন আপনি বলতে না পারেন, ‘আমিই অব্রামকে ধনবান করেছি’।
Fedezd fel: আদিপুস্তক 14:22-23
Kezdőoldal
Biblia
Tervek
Videók