আদিপুস্তক ১০

১০
নোহের বংশের বিবরণ
1 নোহের পুত্র শেম, হাম ও যেফতের বংশবৃত্তান্ত এই। জলপ্লাবনের পরে তাঁহাদের সন্তানসন্ততি জন্মিল। 2 যেফতের সন্তান- গোমর, মাগোগ, মাদয়, যবন, তূবল, মেশক ও তীরস। 3 গোমরের সন্তান- অস্কিনস, রীফৎ ও তোগর্ম। 4 যবনের সন্তান- ইলীশা, তর্শীশ, কিত্তীম ও দোদানীম। 5 এই সকল হইতে জাতিগণের দ্বীপ-নিবাসীরা আপন আপন দেশে স্ব স্ব ভাষানুসারে আপন আপন জাতির নানা গোষ্ঠীতে বিভক্ত হইল।
6 আর হামের সন্তান- কূশ, মিসর, পূট ও কনান। কূশের সন্তান- সবা, হবীলা, সপ্তা, রয়মা ও সপ্তকা। 7 রয়মার সন্তান- শিবা ও দদান। 8 নিম্রোদ কূশের পুত্র; তিনি পৃথিবীতে পরাক্রমী হইতে লাগিলেন। 9 তিনি সদাপ্রভুর সাক্ষাতে পরাক্রান্ত ব্যাধ হইলেন; তজ্জন্য লোকে বলে, সদাপ্রভুর সাক্ষাতে পরাক্রান্ত ব্যাধ নিম্রোদের তুল্য। 10 শিনিয়র দেশে বাবিল, এরক, অক্কদ ও কল্‌নী, এই সকল স্থান তাঁহার রাজ্যের প্রথম অংশ ছিল। 11 সেই দেশ হইতে তিনি অশূরে গিয়া নীনবী, 12 রহোবোৎ-পুরী, কেলহ এবং নীনবী ও কেলহের মধ্যস্থিত রেষণ নগর পত্তন করিলেন; উহা মহানগর। 13 আর লূদীয়, অনামীয়, 14 লহাবীয়, নপ্তুহীয়, পথ্রোষীয়, পলেষ্টীয়দের আদিপুরুষ কস্‌লূহীয় এবং কপ্তোরীয়- এই সকল মিসরের সন্তান। 15 এবং কনানের জ্যেষ্ঠ পুত্র সীদোন, তাহার পর 16 হেৎ, যিবূষীয়, ইমোরীয়, গির্গাশীয়, হিব্বীয়, অর্কীয়, সীনীয়, অর্বদীয়, সমারীয় ও হমাতীয়। 17 পরে কনানীয়দের গোষ্ঠী সকল বিস্তারিত হইল। 18 সীদোন হইতে গরারের দিকে ঘসা #১০:১৮ * গাজা। পর্যন্ত, 19 এবং সদোম, ঘমোরা, অদ্‌মা ও সবোয়ীমের দিকে লাশা পর্যন্ত কনানীয়দের সীমা ছিল। 20 আপন আপন গোষ্ঠী, ভাষা, দেশ ও জাতি অনুসারে এই সকল হামের সন্তান।
21 যে শেম এবরের সকল সন্তানের আদিপুরুষ আর যেফতের জ্যেষ্ঠ ভ্রাতা, তাঁহারও সন্তানসন্ততি ছিল।
22 শেমের এই সকল সন্তান- এলম, অশূর, অর্ফক্‌ষদ, লূদ ও অরাম। 23 অরামের সন্তান- ঊষ, হূল, গেথর ও মশ। 24 আর অর্ফক্‌ষদ শেলহের জন্ম দিলেন ও শেলহ এবরের জন্ম দিলেন। 25 এবরের দুই পুত্র; একজনের নাম পেলগ (ভাগ), কেননা তৎকালে পৃথিবী বিভক্ত হইল; তাঁহার ভ্রাতার নাম যক্তন। 26 আর যক্তন, 27 অল্‌মোদদ, শেলফ, হৎসর্মাবৎ, যেরহ, 28 হদোরাম ঊষল, দিক্ল, ওবল, অবীমায়েল, শিবা, ওফীর, হবীলা ও যোববের জন্ম দিলেন; 29 এই সকলে যক্তনের সন্তান। 30 মেষা অবধি পূর্বদিকের সফার পর্বত পর্যন্ত তাহাদের বসতি ছিল। 31 আপন আপন গোষ্ঠী, ভাষা, দেশ ও জাতি অনুসারে এই সকল শেমের সন্তান। 32 আপন আপন বংশ ও জাতি অনুসারে ইহারা নোহের সন্তানদের গোষ্ঠী; এবং জলপ্লাবনের পরে ইহাদের হইতে উৎপন্ন নানা জাতি পৃথিবীতে বিভক্ত হইল।

הדגשה

שתף

העתק

None

רוצים לשמור את ההדגשות שלכם בכל המכשירים שלכם? הירשמו או היכנסו