1
লুক 1:37
পবিএ বাইবেল CL Bible (BSI)
কোন কাজই ঈশ্বরের অসাধ্য নয়।
Vertaa
Tutki লুক 1:37
2
লুক 1:38
মরিয়ম বললেন, আমি প্রভুর দাসী, আপনার বাক্য আমার জীবনে সফল হোক। তারপর দূত চলে গেলেন।
Tutki লুক 1:38
3
লুক 1:35
দূত বললেল, পবিত্র আত্মা তোমার উপর অধিষ্ঠিত হবেন। পরমেশ্বরের শক্তিতে তুমি হবে পরিবৃতা। তোমার গর্ভে যে পবিত্র সন্তান জন্মগ্রহণ করবেন, তিনি ঈশ্বরের পুত্র বলে অভিহিত হবেন।
Tutki লুক 1:35
4
লুক 1:45
ধন্য তুমি, কারণ তুমি বিশ্বাস করেছিলে যে প্রভুর বাক্য তোমার জীবনে সুনিশ্চিতভাবে সফল হবে।
Tutki লুক 1:45
5
লুক 1:31-33
একটি পুত্রের জননী হবে তুমি, তাঁর নাম রেখো যীশু। তিনি হবেন মহান। পরাৎপর ঈশ্বরের পুত্র নামে আখ্যাত হবেন তিনি। প্রভু ঈশ্বর তাঁকে তাঁর পূর্বপুরুষ রাজা দাউদের সিংহাসনের অধিকারী করবেন এবং যাকোব কুলের উপর তিনি চিরকাল রাজত্ব করবেন। তাঁর রাজত্ব কখনও শেষ হবে না।
Tutki লুক 1:31-33
6
লুক 1:30
দূত তাঁকে বললেন, ভয় পেয়ো না মরিয়ম, ঈশ্বরের অনুগ্রহ তুমি লাভ করেছ।
Tutki লুক 1:30
Koti
Raamattu
Suunnitelmat
Videot