1
মার্কলিখিত সুসমাচার 14:36
পবিত্র বাইবেল
তিনি বললেন, “আব্বা, পিতা তোমার পক্ষে তো সবই সম্ভব। এই পানপাত্র আমার কাছ থেকে দূরে সরিয়ে নাও। কিন্তু তবুও আমি যা চাই তা নয়, তোমার ইচ্ছাই পূর্ণ হোক্।”
Compare
Avasta মার্কলিখিত সুসমাচার 14:36
2
মার্কলিখিত সুসমাচার 14:38
তোমরা জেগে থাক এবং প্রার্থনা কর, যাতে প্রলুব্ধ না হও। আত্মা ইচ্ছুক কিন্তু শরীর দুর্বল।”
Avasta মার্কলিখিত সুসমাচার 14:38
3
মার্কলিখিত সুসমাচার 14:9
আমি তোমাদের সত্যি বলছি, জগতে যেখানেই আমার সুসমাচার প্রচার করা হবে, সেখানেই এই স্ত্রীলোকটির স্মরণার্থে তার কাজের কথা বলা হবে।”
Avasta মার্কলিখিত সুসমাচার 14:9
4
মার্কলিখিত সুসমাচার 14:34
তিনি তাঁদের বললেন, “আমার প্রাণ মৃত্যু পর্যন্ত উদ্বেগে আচ্ছন্ন। তোমরা এখানে থাক আর জেগে থাক।”
Avasta মার্কলিখিত সুসমাচার 14:34
5
মার্কলিখিত সুসমাচার 14:22
তাঁরা যখন খাচ্ছিলেন, সেই সময় তিনি রুটি নিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিলেন। রুটি খানি ছিঁড়ে টুকরো টুকরো করে তা শিষ্যদের দিয়ে বললেন, “এটা নাও: এটা আমার শরীর।”
Avasta মার্কলিখিত সুসমাচার 14:22
6
মার্কলিখিত সুসমাচার 14:23-24
তারপর তিনি পেয়ালা তুলে ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে শিষ্যদের হাতে দিলেন। আর তাঁরা সকলে তা থেকে পান করলেন। তিনি তাঁদের বললেন, “এটা আমার নতুন নিয়মের রক্ত যা অনেকের জন্যই পাতিত হবে।
Avasta মার্কলিখিত সুসমাচার 14:23-24
7
মার্কলিখিত সুসমাচার 14:27
যীশু তাদের বললেন, “তোমরা সকলে বিশ্বাস হারাবে, কারণ শাস্ত্রে লেখা আছে, ‘আমি মেষপালককে আঘাত করব এবং মেষেরা চারদিকে ছড়িয়ে পড়বে।’
Avasta মার্কলিখিত সুসমাচার 14:27
8
মার্কলিখিত সুসমাচার 14:42
ওঠ! আমরা যাই! ঐ দেখ, যে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে সে আসছে।”
Avasta মার্কলিখিত সুসমাচার 14:42
9
মার্কলিখিত সুসমাচার 14:30
তখন যীশু তাঁকে বললেন, “আমি সত্যি বলছি, আজ এই রাতেই দুবার মোরগ ডাকার আগে তুমি আমাকে তিনবার অস্বীকার করবে।”
Avasta মার্কলিখিত সুসমাচার 14:30
Home
Bible
Plans
Videos