1
ইউহোন্না 6:35
Kitabul Mukkadas
ঈসা তাদের বললেন, “আমিই সেই জীবন্তরুটি। যে আমার কাছে আসে তার কখনও খিদে পাবে না। যে আমার উপর ঈমান আনে তার আর কখনও পিপাসাও পাবে না।
Compare
Explore ইউহোন্না 6:35
2
ইউহোন্না 6:63
মানুষের শরীর কোন কাজের নয়; পাক-রূহ্ই জীবন দেন। আমি তোমাদের যে কথাগুলো বলেছি তা রূহানী জীবন দান করে
Explore ইউহোন্না 6:63
3
ইউহোন্না 6:27
কিন্তু যে খাবার নষ্ট হয়ে যায় সেই খাবারের জন্য ব্যস্ত হয়ে লাভ কি? যে খাবার নষ্ট হয় না বরং অনন্ত জীবন দান করে তারই জন্য ব্যস্ত হন। সেই খাবারই ইব্ন্তেআদম আপনাদের দেবেন, কারণ পিতা আল্লাহ্ প্রমাণ করে দেখিয়েছেন যে, এই কাজ করবার অধিকার কেবল তাঁরই আছে।
Explore ইউহোন্না 6:27
4
ইউহোন্না 6:40
আমার পিতার ইচ্ছা এই- আপনাদের মধ্যে যাঁরা পুত্রকে দেখে তাঁর উপর ঈমান আনেন তাঁরা যেন অনন্ত জীবন পান। আর আমিই তাঁদের শেষ দিনে জীবিত করে তুলব।”
Explore ইউহোন্না 6:40
5
ইউহোন্না 6:29
ঈসা তাদের বললেন, “আল্লাহ্ যাঁকে পাঠিয়েছেন তাঁর উপর ঈমান আনাই হল আল্লাহ্র কাজ।”
Explore ইউহোন্না 6:29
6
ইউহোন্না 6:37
পিতা আমাকে যাদের দেন তারা সবাই আমার কাছে আসবে। যে আমার কাছে আসে আমি তাকে কোনমতেই বাইরে ফেলে দেব না
Explore ইউহোন্না 6:37
7
ইউহোন্না 6:68
শিমোন্তপিতর ঈসাকে বললেন, “হুজুর, আমরা কার কাছে যাব? অনন্ত জীবনের বাণী তো আপনারই কাছে আছে।
Explore ইউহোন্না 6:68
8
ইউহোন্না 6:51
আমিই সেই জীবন্ত রুটি যা বেহেশত থেকে নেমে এসেছে। এই রুটি যে খাবে সে চিরকালের জন্য জীবন পাবে। আমার শরীরই সেই রুটি। মানুষ যেন জীবন পায় সেইজন্য আমি আমার এই শরীর দেব।”
Explore ইউহোন্না 6:51
9
ইউহোন্না 6:44
আমার পিতা, যিনি আমাকে পাঠিয়েছেন তিনি টেনে না আনলে কেউই আমার কাছে আসতে পারে না। আর আমিই তাকে শেষ দিনে জীবিত করে তুলব।
Explore ইউহোন্না 6:44
10
ইউহোন্না 6:33
বেহেশত থেকে নেমে এসে যিনি মানুষকে জীবন দেন তিনিই আল্লাহ্র দেওয়া রুটি।”
Explore ইউহোন্না 6:33
11
ইউহোন্না 6:48
“আমিই জীবন্তরুটি।
Explore ইউহোন্না 6:48
12
ইউহোন্না 6:11-12
এর পরে ঈসা সেই রুটি কয়খানা নিয়ে আল্লাহ্কে শুকরিয়া জানালেন এবং যারা বসে ছিল তাদের ভাগ করে দিলেন। সেইভাবে তিনি মাছও দিলেন। যে যত চাইল তত পেল। লোকেরা পেট ভরে খেলে পর ঈসা তাঁর সাহাবীদের বললেন, “যে টুকরাগুলো বাকী আছে সেগুলো একসংগে জড়ো কর যেন কিছুই নষ্ট না হয়।”
Explore ইউহোন্না 6:11-12
13
ইউহোন্না 6:19-20
পাঁচ-ছয় কিলোমিটার নৌকা বেয়ে যাবার পর তাঁরা দেখলেন, ঈসা সাগরের উপর দিয়ে হেঁটে তাঁদের নৌকার কাছে আসছেন। এ দেখে সাহাবীরা খুব ভয় পেলেন। তখন ঈসা তাঁদের বললেন, “ভয় কোরো না; এ আমি।”
Explore ইউহোন্না 6:19-20
Home
Bible
Plans
Videos