ইশাইয়া 9:7
ইশাইয়া 9:7 MBCL
তাঁর শাসনক্ষমতা বৃদ্ধির ও শান্তির শেষ হবে না। তিনি দাউদের সিংহাসন ও তাঁর রাজ্যের উপরে রাজত্ব করবেন; তিনি সেই সময় থেকে চিরকালের জন্য ন্যায়বিচার ও সততা দিয়ে তা স্থাপন করবেন ও স্থির করবেন। আল্লাহ্ রাব্বুল আলামীনই গভীর আগ্রহে এই সমস্ত করবেন।