মথি 5:29-30

মথি 5:29-30 BENGALCL-BSI

তোমার ডান চোখ যদি তোমাকে পাপে প্রলুব্ধ করে তবে সেটা উপড়ে ফেলে দাও। তোমার সম্পূর্ণ দেহ নরকে নিক্ষিপ্ত হওয়ার চেয়ে বরং একটি অঙ্গের হানি হওয়া অনেক ভাল। আর তোমার ডান হাত যদি পাপের পথে তোমাকে প্ররোচনা দেয়, তবে সেটা কেটে ফেলে দাও। তোমার সম্পূর্ণ দেহ নরকে নিক্ষিপ্ত হওয়ার চেয়ে একটি অঙ্গ হারানো বরং ভাল।