যিশাইয় 2
2
শাশ্বত শান্তি
(মীখা 4:1-3)
1যিহুদীয়া ও জেরুশালেম সম্বন্ধে ঈশ্বর আমোসের পুত্র যিশাইয়ের কাছে এই বার্তা পাঠিয়েছিলেনঃ
2মন্দির দণ্ডায়মান রয়েছে যে পর্বতের উপরে,
সেই পর্বত একদিন সকল পর্বতশ্রেণীর চেয়ে হবে উচ্চতম,
সকল গিরিশৃঙ্গের উপরে শোভা পাবে সেই পর্বতশৃঙ্গ।
স্রোত ধারার মত সমস্ত জাতির মানুষ আসবে তার কাছে,
3তারা বলবে, চল আমরা প্রভু পরমেশ্বরের পর্বতে#2:3 পরমেশ্বরের পর্বত: সিয়োন পর্বত। জেরুশালেমে অবস্থিত এই পর্বতের উপরে প্রভুর মন্দির নির্মিত হয়েছে। আরোহণ করি,
ইসরায়েলের আরাধ্য ঈশ্বরের মন্দিরে যাই।
তিনি আমাদের কাছে কি চান সেই বিষয়ে তিনি শিক্ষা দেবেন আমাদের।
আমরা চলব তাঁরই নির্দেশিত নির্দিষ্ট পথে।
কারণ সিয়োন থেকে প্রকাশিত হবে প্রভু পরমেশ্বরের বিধি বিধান
জেরুশালেম থেকে তিনি তাঁর প্রজাদের সঙ্গে কথা বলেন।
4তিনি নিষ্পত্তি করবেন মহাজাতিপুঞ্জের বিবাদ।
তারা তাদের তরবারি ভেঙ্গে লাঙ্গল গড়বে,
বর্শা ভেঙ্গে গড়বে কাস্তে।
জাতিবৃন্দ আর কখনও যুদ্ধে লিপ্ত হবে না প্রস্তুতিও নেবে না যুদ্ধের জন্য।#যোয়েল 3:10
5হে যাকোবকুল,
এস, আমরা প্রভু পরমেশ্বরের আলোয় পথ চলি!
ঔদ্ধত্যের অবসান
6হে ঈশ্বর, তুমি তোমার প্রজাদের, যাকোবের বংশধরদের পরিত্যাগ করেছ! প্রাচ্যদেশ ও ফিলিস্তিয়ার যাদুবিদ্যা ও মন্ত্র-তন্ত্রে পূর্ণ হয়েছে এ দেশ#2:6 হিব্রু: অস্পষ্ট। সম্ভাব্য পাঠ-প্রাচ্যদেশ....এ দেশ।। বিদেশীদের সঙ্গে হাত মিলিয়েছে এদেশের মানুষ। 7তাদের দেশ স্বর্ণ-রৌপ্যে পরিপূর্ণ, তাদের ঐশ্বর্য বৈভবের সীমা নাই। অশ্বে পূর্ণ তাদের দেশ, কত যে রথ তাদের আছে, তা গুণে শেষ করা যায় না। 8অলীক প্রতিমায় পূর্ণ তাদের দেশ, নিজেদের হাতে গড়া বস্তুর পূজা করে তারা।
9প্রতিটি মানুষকেই অবনত করা হয়, অপমানিত, লাঞ্ছিত করা হয়। হে প্রভু পরমেশ্বর, তুমি ওদেরও ক্ষমা করো না।
10প্রভু পরমেশ্বরের প্রচণ্ড ক্রোধের হাত থেকে আত্মরক্ষার জন্য, তাঁর মহিমা ও পরাক্রমের তেজ থেকে নিজেদের আড়াল করার জন্য তোমরা লুকাও পর্বতের গুহায়, মাটিতে গর্ত খুঁড়ে সেখানে লুকাবার চেষ্টা কর!#প্রকা 6:15; ২ থিষ 1:9 11এমন একটি দিন আসছে, যেদিন মানুষের দর্পচূর্ণ হবে, অবসান ঘটবে ঔদ্ধত্যের। উদ্ধত মানুষ হবে অবনমিত। তকন একমাত্র প্রভু পরমেশ্বরই হবেন মহিমান্বিত। 12সেইদিন যারা ক্ষমতাবান, যারা গর্বোদ্ধত, অতিশয় আত্মাভিমানী, সর্বাধিপতি প্রভু পরমেশ্বর তাদের প্রত্যেককে অবনত করবেন। 13লেবাননের সমস্ত উচ্চ সীডার বৃক্ষ এবং বাশানের ওক বৃক্ষকে তিনি ধ্বংস করবেন। 14তিনি উচ্চ পর্বতরাজি, 15প্রত্যেকটি সুউচ্চ মিনার, প্রতিটি দুর্গপ্রাকার মাটির সঙ্গে মিশিয়ে সমতল করে দেবেন। 16অপরূপ সুন্দর বৃহত্তম জাহাজগুলিকেও তিনি ডুবিয়ে দেবেন। 17-18মানুষের দর্প চূর্ণ হবে, তার ঔদ্ধত্য ভেঙ্গে গুঁড়িয়ে যাবে। সমস্ত অলীক প্রতিমা অদৃশ্য হয়ে যাবে এবং একমাত্র প্রভু পরমেশ্বর সেইদিন গৌরব ও মহিমায় ভূষিত হবেন।
19প্রভু পরমেশ্বরের প্রচণ্ড ক্রোধের হাত থেকে তারা আত্মরক্ষা করার জন্য, তাঁর মহিমা ও পরাক্রমের তেজ থেকে নিজেদের আড়াল করার জন্য পর্বতের গুহায় লুকাবে, মাটিতে গর্ত খুঁড়ে সেখানে লুকাবার চেষ্টা করবে! তিনি যখন আসবেন পৃথিবী কেঁপে উঠবে। 20সেইদিন তারা তাদের হাতে গড়া স্বর্ণ ও রৌপ্য প্রতিমা ইঁদুর ও চামচিকার কাছে ছুড়ে ফেলে দেবে। 21প্রভু পরমেশ্বরের আগমনকালে দুলে উঠবে ধরণী। লোকে তাঁর প্রচণ্ড ক্রোধ থেকে আত্মরক্ষা করার জন্য, তাঁর মহিমা ও প্রতাপের তেজ থেকে নিজেদের আড়াল করার জন্য পর্বত কন্দরে লুকাবে, মাটিতে গর্ত খুঁড়ে লুকাবার চেষ্টা করবে। 22মরণশীল মানুষের উপর ভরসা করো না। আস্থা স্থাপন করো না তাদের উপর। সে তো নগণ্য মানুষ মাত্র!
Zur Zeit ausgewählt:
যিশাইয় 2: BENGALCL-BSI
Markierung
Teilen
Kopieren
Möchtest du deine gespeicherten Markierungen auf allen deinen Geräten sehen? Erstelle ein kostenloses Konto oder melde dich an.
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.