যিশাইয় 1
1
1যিহুদীয়াতে উৎসিয়, যোথম, আহস এবং হিষ্কিয়ের রাজত্বকালে আমোসের পুত্র যিশাইয়ের কাছে ঈশ্বর জেরুশালেম ও যিহুদীয়া সম্বন্ধে দিব্যদর্শনের মাধ্যমে বার্তা প্রেরণ করেছিলেন।#২ রাজা 15:1-7; 15:32—16:20; 18:1—20:21; ২ বংশা 16:1—32:33
বিদ্রোহী প্রজাদের প্রতি ঈশ্বরের ভর্ৎসনা
2প্রভু পরমেশ্বর বললেন, আকাশ ও পৃথিবী, শোন আমার কথা! যে সন্তানদের আমি লালন পালন করলাম তারা বিদ্রোহ করল আমার বিরুদ্ধে। 3পশুপাল তাদের মনিবকে চেনে, গর্দভেরা জানে কোথায় তাদের মনিব তাদের চরাতে নিয়ে যান। কিন্তু আমার প্রজা ইসরায়েলীরা তাও জানে না।
4হে পাপিষ্ঠ জাতি, দুর্নীতিগ্রস্ত ভ্রষ্টাচারী প্রজা, তোমরা উচ্ছন্নে যাও! তোমাদের পাপ তোমাদের টেনে নীচে নামাবে! তোমরা তোমদের প্রভু পরমেশ্বরকে, ইসরায়েলের পবিত্র ঈশ্বরকে প্রত্যাখ্যান করেছ এবং তাঁর দিক থেকে মুখ ফিরিয়ে আছ। 5কেন তোমরা বিদ্রোহ করে চলেছ? তোমরা কি আরও বেশী শাস্তি পেতে চাও? হে ইসরায়েল, এরই মধ্যে তোমার মাথা ক্ষতে ভরে গেছে, তোমার হৃদয় ও মন আঘাতে জর্জরিত। 6মাথা থেকে পা পর্যন্ত কোন জায়গা তোমার অক্ষত নেই। তোমার দেহ থেঁতলান, ঘায়ে ও গভীর ক্ষতে ভরা। সেই ক্ষত পরিষ্কার করা হয় নি কিম্বা বেঁধেও দেওয়া হয় নি। ক্ষতে কোন প্রলেপও লাগানো হয় নি। 7তোমার দেশ ধ্বংস হয়ে গেছে, পুড়ে ছাই হয়ে গেছে তোমার শহর-নগর। যখন তুমি চেয়ে চেয়ে দেখছ এসব, তখন বিদেশীরা তোমার দেশ দখল করে নিয়েছে, সব কিছু ধ্বংস করে দিয়েছে। 8একমাত্র জেরুশালেমই বাকী, দ্রাক্ষাক্ষেত্রে পাহারাদারের কুঁড়ের মত অথবা শশা ক্ষেতের ছাউনির মতই অরক্ষিত অবরুদ্ধ এক নগরী। 9সর্বাধিপতি প্রভু পরমেশ্বর যদি কিছু লোককে রক্ষা না করতেন, তাহলে জেরুশালেম সদোম-ঘমোরার মত সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যেত।#আদি 19:24; রোমীয় 9:29
10জেরুশালেম, তোমার শাসকবর্গ ও তোমার প্রজারা ঠিক সদোম-ঘমোরার লোকদের মত। শোন, প্রভু পরমেশ্বর তোমাকে কি বলছেন। আমাদের ঈশ্বরের উপদেশে মনোনিবেশ কর। 11তিনি বলেন, তোমরা যে বলিদান আমার কাছে উৎসর্গ করে থাক, তোমরা কি ভাব যে এসব আমি চাই? তোমরা যে আমার উদ্দেশে হোমবলি ও নৈবেদ্য উৎসর্গ করে থাক—এ আমি অনেক পেয়েছি। এতে আমার আর রুচি নেই। মেষ, বৃষ ও ছাগরক্তে আমার অনীহা জেগেছে, আমি বড় ক্লান্ত। 12আমার উপাসনা করার সময় কে তোমাদের এসব আনতে বলেছে? আমার মন্দিরে এসে কে তোমাদের এইসব করতে বলেছে? 13বৃথা তোমাদের এই নৈবেদ্য উপহার। তোমাদের জ্বালানো ঐ ধূপের গন্ধ আমার কাছে বিরক্তিকর। তোমাদের নতুন চাঁদের পার্বণ, সাব্বাথদিন ও তোমাদের ধর্মসভা আমার কাছে অসহ্য। তোমাদের পাপে সব কলুষিত হয়েছে। 14তোমাদের নতুন চাঁদের পার্বণ আর পবিত্র দিনগুলি আমি ঘৃণা করি। ওগুলি আমার পক্ষে বোঝা স্বরূপ, ওগুলি বহন করে করে আমি ক্লান্ত।#আমোস 5:21-22
15তোমরা যখন প্রার্থনার সময় উপর দিকে হাত তুলবে, আমি তোমাদের দিকে তাকাব না। তোমরা যত প্রার্থনাই কর না কেন, আমি তোমাদের প্রার্থনা শুনব না, কারণ তোমাদের হাত রক্তে রঞ্জিত। 16নিজেদের ধুয়ে পরিষ্কার কর। আমার চোখের সামনে এই সব মন্দ ক্রিয়া কর্মের অনুষ্ঠান বন্ধ কর। 17অনাচার ত্যাগ কর এবং ন্যায়ের অনুশীলন করতে শেখ। দেখো, যেন ন্যায়বিচার অনুষ্ঠিত হয়, সাহায্য করো নিপীড়িতদের, অনাথ-আতুরের নিজস্ব অধিকার ফিরিয়ে দিও, রক্ষা করো বিধবাদের।
18প্রভু পরমেশ্বর বলেন, এবার এস, আমরা ব্যাপারটি আলোচনা করে মীমাংসা করি। পাপের লোহিত কলঙ্কে তোমরা রঞ্জিত কিন্তু আমি তোমাদের ধৌত করে তুষার#1:18 পাঠান্তর= পাপের....কিন্তু....তুষার অথবা....কিন্তু তুমি কি ভেবেছ, আমি তোমাকে ধৌত করে তুষারশুভ্র করে দেব? শুভ্র করে তুলব। তোমাদের কলঙ্ক ঘোর রক্তবর্ণ হলেও তুমি হয়ে উঠবে পশমের#1:18 পাঠান্তর= তোমাদের কলঙ্ক...পশমের মত সাদা অথবা তুমি কি ভেবেছ, তুমি হয়ে উঠবে পশমের মত সাদা? মত সাদা। 19তোমরা যদি শুধুমাত্র আমার বাধ্য হও, তাহলে এই দেশের উৎকৃষ্ট ফসল ভোগ করতে পারবে। 20কিন্তু যদি আমাকে অগ্রাহ্য কর ও বিদ্রোহী হও তাহলে তোমাদের মৃত্যু অনিবার্য। আমি, প্রভু পরমেশ্বর এই কথা বললাম।
পাপময় নগরী
21যে নগরী একদিন সততার আবাস ছিল, সেই নগরীতে আজ ভ্রষ্টাচারী বারাঙ্গনার কার্যকলাপ চলছে! একসময় এই নগরী ধর্মনিষ্ঠ মানুষে পূর্ণ ছিল কিন্তু আজ সেখানে শুধু খুনীদের বাস। 22হে জেরুশালেম, একদিন তুমি ছিলে খাঁটি রূপোর মত, কিন্তু আজ তাতে খাদ মিশেছে, অকেজো হয়ে গেছ তুমি। তুমি ছিলে নির্ভেজাল সুরার মত, কিন্তু আজ সেই সুরা আর নেই, তাতে জল মিশেছে। 23তোমার নেতৃবৃন্দ বিদ্রোহী এবং তোমার বন্ধুরা চোর। তারা সকলে ঘুষ নেয়, উপহার ভালবাসে। তারা বিচারালয়ে অনাথ আতুরের পক্ষে দাঁড়ায় না, সুবিচারের ব্যবস্থা করে না, অসহায় বিধবার আবেদন গ্রাহ্য করে না।
24তাই, এখন শোন, সর্বাধিপতি প্রভু পরমেশ্বর, ইসরায়েলের আরাধ্য পরাক্রমশালী ঈশ্বর কি বলছেনঃ আমি তোমাদের উপরে প্রতিশোধ নেব! তোমরা শত্রুরা, আমার উপর আর কোন উপদ্রব করতে পারবে না। 25তোমাদের উপরে আমি আঘাত হানব। ধাতুকে যে ভাবে শোধন করা হয়, সেইভাবে আমি তোমাদের শোধন করব, তোমাদের মধ্যে থেকে সমস্ত খাদ ও মালিন্য আমি দূর করে দেব। 26বহুকাল আগে তোমাদের যে রকম শাসনকর্তা ও পরামর্শদাতা ছিল, সেই রকম শাসনকর্তা ও পরামর্শদাতা আমি তোমাদের দেব। তখন ‘জেরুশালেম ধর্মনিষ্ঠ সজ্জনের নগরী’ বলে আবার আখ্যাত হবে।
27প্রভু পরমেশ্বর ন্যায়নিষ্ঠ। তিনি জেরুশালেমকে ও অনুতপ্ত জেরুশালেমবাসীকে রক্ষা করবেন। 28কিন্তু যারা তাঁর বিরুদ্ধে বিদ্রোহ করবে, পাপ করবে, তাদের প্রত্যেককে তিনি পিষ্ট করবেন, যারা তাঁকে পরিত্যাগ করবে, তাদের প্রত্যেককে বিনাশ করবেন।
29তোমরা যে বৃক্ষ বন্দনা করতে, পবিত্র উদ্যান সমূহ#1:29 পবিত্র উদ্যানসমূহ: উর্বরতার দেবতার কাছে একটি উদ্যান উৎসর্গ করলে সেই দেবতার আশীর্বাদে অজস্র শস্য লাভ হয়-এই ছিল তৎকালীন মানুষের বিশ্বাস। রচনা করতে, তার জন্য তোমরা দুঃখিত হবে, লজ্জা পাবে। 30তোমাদের দশা হবে শুষ্কপত্র ওক গাছের মত, জলহীন উদ্যানের মত। 31একটি মাত্র স্ফুলিঙ্গ যেমন খড়ে আগুন ধরিয়ে দেয় তেমনি প্রবল পরাক্রান্ত ব্যক্তিরাও তাদের নিজেদের পাপে ধ্বংস হয়ে যাবে, সেই ধ্বংস রোধ করার ক্ষমতা কারো থাকবে না।
Zur Zeit ausgewählt:
যিশাইয় 1: BENGALCL-BSI
Markierung
Teilen
Kopieren
Möchtest du deine gespeicherten Markierungen auf allen deinen Geräten sehen? Erstelle ein kostenloses Konto oder melde dich an.
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.