যাত্রাপুস্তক 5

5
মিশর রাজের সম্মুখে মোশি ও হারোণ
1এর পরে মোশি ও হারোণ ফারাও-এর কাছে গিয়ে বললেন, ইসরায়েলীদের ঈশ্বর প্রভু পরমেশ্বর বলেছেন, তুমি আমার প্রজাদের ছেড়ে দাও, তারা প্রান্তরে গিয়ে আমার উদ্দেশে উৎসব অনুষ্ঠান করবে। 2ফারাও বললেন, কে এই প্রভু পরমেশ্বর? তার আদেশে কেন আমি ইসরায়েলীদের ছেড়ে দেব? আমি তাকে চিনি না। ইসরায়েলীদের আমি ছাড়ব না। 3তাঁরা বললেন, ইসরায়েলের ঈশ্বর আমাদের দর্শন দিয়েছেন, তাই দয়া করে আমাদের তিন দিনের পথ অতিক্রম করে প্রান্তরে যাওয়ার অনুমতি দিন। আমরা সেখানে গিয়ে আমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের উদ্দেশে বলি উৎসর্গ করব, তা না হলে তিনি আমাদের মহামারী কিম্বা যুদ্ধবিগ্রহ দ্বারা ধ্বংস করবেন। 4মিশর রাজ মোশি ও হারোণকে বললেন, কেন তোমরা এদের কাজ থেকে নিরস্ত করতে চাইছ? যাও, নিজেদের কাজ কর।
5তিনি বললেন, এই লোকগুলো সংখ্যায় অনেক বেড়েছে, তা সত্ত্বেও তোমরা এদের কাজ থেকে নিবৃত্ত করতে চাইছ।
6সেই দিনই ফারাও কর্মপরিদর্শক ও মজুর-সর্দারদের আদেশ দিলেন, 7তোমরা আর আগের মত ইঁট তৈরীর জন্য এদের খড় দিও না । এখান থেকে ওরা নিজেরাই খড় জোগাড় করে নেবে। 8কিন্তু তোমরা দেখবে যেন ইঁট তৈরীর বরাদ্দ আগের মতই থাকে, কোন কারণেই তা কমাবে না। এই লোকগুলি অলস, সেই জন্যই এরা এদের দেবতার উদ্দেশে বলি উৎসর্গ করতে যাওয়ার কথা বলে চেঁচামেচি করছে। 9এদের পরিশ্রমের মাত্রা আর‍ও বাড়িয়ে দাও, কাজে ব্যস্ত থাকলে এসব বাজে কথায় এরা কান দিতে পারবে না।
10কর্মপরিদর্শক ও মজুর-সর্দারেরা গিয়ে ইসরায়েলীদের বলল, ফারাও-এর হুকুম, এখন থেকে তোমাদের আর খড় দেওয়া হবে না। 11তোমরা নিজেরা যেখান থেকে পার খড় জোগাড় করে নাও, তোমাদের ইঁট তৈরীর বরাদ্দ কিন্তু কমানো হবে না। 12ইসরায়েলীরা তখন খড়কুটো জোগাড় করার জন্য মিশরের সর্বত্র ছড়িয়ে পড়ল, 13আগে যখন তাদের খড় সরবরাহ করা হত তখন দৈনিক যে পরিমাণ কাজ বরাদ্দ ছিল সেই পরিমাণ কাজ আদায় করার জন্য কর্মপরিদর্শকেরা তাদের উপর চাপ দিতে লাগল। 14ইসরায়েলীদের খাটানোর জন্য তাদের স্বজাতীয় যে সব মজুর-সর্দার নিয়োগ করা হয়েছিল, ফারাও-এর কর্মচারীরা তাদের মারধর করে কৈফিয়ত দাবী করতে লাগল, কেন তারা এখন আগের মত ইঁট তৈরী করতে পারছে না।
15ইসরায়েলী মজুর-সর্দারেরা ফারাও-এর কাছে গিয়ে নালিশ করল, মহারাজ, অধীনদের প্রতি এ রকম ব্যবহার করছেন কেন? 16আজকাল আমাদের খড় দেওয়া হয় না অথচ ইঁট তৈরী করতে বলা হচ্ছে, আবার চাবুক মারা হচ্ছে, কিন্তু এর জন্য আপনার লোকেরাই দায়ী। 17ফারাও বললেন, তোমরা অলস—অত্যন্ত অলস। সেই জন্যই তোমরা প্রভু পরমেশ্বরের উদ্দেশে বলি উৎসর্গ করতে যাওয়ার কথা বলছ। 18যাও, কাজ কর গিয়ে, খড় দেওয়া হবে না, কিন্তু বরাদ্দ ইঁট তোমাদের তৈরী করতেই হবে। 19দৈনিক ইঁট তৈরীর বরাদ্দ কমানো হবে না জেনে ইসরায়েলী মজুর-সর্দারেরা মহাসঙ্কটে পড়ল। 20ফারাও-এর দরবার থেকে বেরিয়ে এসে তারা দেখতে পেল মোশি ও হারোণ তাদের জন্য অপেক্ষা করছেন। 21তারা তাঁদের বলল, প্রভু পরমেশ্বরই তোমাদের বিচার করুন, কারণ তোমাদের জন্যই আজ আমরা ফারাও আর তাঁর কর্মচারীদের কোপে পড়েছি, আমাদের মেরে ফেলার জন্য তোমরাই তাদের হাতে অস্ত্র তুলে দিয়েছ।
22মোশি ফিরে গিয়ে প্রভু পরমেশ্বরের কাছে নিবেদন করলেন, হে প্রভু পরমেশ্বর, কেন তুমি ইসরায়েলীদের এই দুর্দশার মধ্যে ফেললে? কেনই বা তুমি আমাকে এখানে পাঠালে? আমি ফারাও-এর কাছে গিয়ে তোমার নাম করে কথা বলার পর থেকে সে এদের অনিষ্ট করেই চলেছে, কিন্তু তুমি তোমার প্রজাদের উদ্ধারের জন্য কিছুই করলে না।

Markierung

Teilen

Kopieren

None

Möchtest du deine gespeicherten Markierungen auf allen deinen Geräten sehen? Erstelle ein kostenloses Konto oder melde dich an.

Video zu যাত্রাপুস্তক 5