২ শমুয়েলে 22
22
দাউদের স্তব
(গীত 18)
11 যেদিন প্রভু পরমেশ্বর শৌল ও অন্যান্য শত্রুদের হাত থেকে দাউদকে উদ্ধার করেছিলেন, সেদিন তিনি প্রভু পরমেশ্বরের উদ্দেশে এই স্তব নিবেদন 2করেনঃ
প্রভু পরমেশ্বরই আমার শৈল,
আমার দুর্গ আমার উদ্ধার কর্তা,
3আমার ঈশ্বর, আমার সুদৃঢ শৈল,
আমি তাঁরই শরণাগত।
তিনিই আমার ঢাল, আমার পরিত্রাতা,
আমার সুউচ্চ নিরাপদ আশ্রয়।
4আমি প্রভুকেই করব আবাহন
তিনিই স্তুতির যোগ্য,
শত্রুদের হাত থেকে
তাহলে আমি পাব উদ্ধার।
5মৃত্যুর তরঙ্গ আমায়
ঘিরে রেখেছিল,
সর্বনাশের বন্যায় আমি বিধ্বস্ত হয়েছিলাম,
6পাতাল পুরীর মরণ-পাশে
আমি বাঁধা পড়েছিলাম।
আমার সামনে পাতা ছিল মরণের ফাঁদ।
7সেই সঙ্কটে আমি ডাকলাম
প্রভু পরমেশ্বরকে,
আমি ডাকলাম আমার ঈশ্বরকে।
তাঁর মন্দির থেকে তিনি শুনলেন আমার ডাক,
আমার কান্না পৌঁছাল তাঁর কানে।
8তখন জ্বলে উঠল তাঁর ক্রোধ
পৃথিবী টলতে লাগল, কাঁপতে লাগল
পর্বতমালার ভিত্তি দুলে উঠল,
কাঁপতে লাগল থর থর করে।
9তাঁর নাসারন্ধ্র থেকে উদ্গীর্ণ হল ধূম,
মুখ থেকে বেরিয়ে আসতে লাগল
সর্বগ্রাসী অগ্নিশিখা, জ্বলন্ত অঙ্গার।
10গগনমণ্ডল অবনত করে তিনি নেমে এলেন
তাঁর পদতলে ছিল গাঢ় অন্ধকার।
11করূবপৃষ্ঠে আরোহণ করে
তিনি হলেন উড্ডীয়মান,
প্রভঞ্জনের পাখায় ভর করে
তিনি উড়ে এলেন।
12তিনি অন্ধকারে নিজেকে ঢেকে ফেললেন,
আকাশের ঘোর ঘনঘটায়
রচনা করলেন আবরণ।
13তাঁর শ্রীমুখের তেজপুঞ্জ থেকে
জ্বলে উঠল অঙ্গার রাশি,
14প্রভু পরমেশ্বর আকাশ থেকে
বজ্রনাদ করলেন,
বজ্রনির্ঘোষে ধ্বনিত হল
পরাৎপরের কন্ঠস্বর।
15শর নিক্ষেপ করে তিনি
শত্রুকুলকে করলেন ছত্রভঙ্গ,
অজস্র বিদ্যুৎ চমকে তারা হল
ইতঃস্তত বিক্ষিপ্ত।
16প্রভু পরমেশ্বরের হুঙ্কারে,
তাঁর প্রচণ্ড ফুৎকারে
সাগরের জল সরে গেল,
প্রকাশিত হল পৃথিবীর ভিত্তিমূল।
17ঊর্ধ্ব থেকে হাত বাড়িয়ে
তিনি আমাকে ধারণ করলেন,
অথৈ জল থেকে,
আমায় তিনি টেনে তুললেন।
18তিনি আমায় উদ্ধার করলেন
প্রবল শত্রুর কবল থেকে,
উদ্ধার করলেন আমার বিদ্বেষীদের হাত থেকে,
কারণ তারা ছিল আমার চেয়ে শক্তিমান।
19বিপদের দিনে তারা আমায় আক্রমণ করল
কিন্তু প্রভু পরমেশ্বর হলেন আমার সহায়।
20তিনি আমাকে উদ্ধার করে
নিয়ে এলেন মুক্ত অঙ্গনে,
প্রসন্ন ছিলেন তিনি আমার উপর,
তাই আমায় আনলেন উদ্ধার করে।
21আমার ন্যায়নিষ্ঠা অনুযায়ী প্রভু পরমেশ্বর
পুরস্কার দিলেন আমায়,
আমার কলঙ্কহীন হাতদুখানির জন্য
আবার আমায় দিলেন প্রতিষ্ঠা।
22প্রভু পরমেশ্বরের নির্দেশিত পথেই
আমি চলেছি,
মতিচ্ছন্ন হয়ে আমি পরিত্যাগ করি নি
আমার ঈশ্বরকে।
23তাঁর সমস্ত বিধান আমি পালন করেছি,
আমি অমান্য করি নি তাঁর অনুশাসন।
24তিনি জানেন, আমি নির্দোষ,
অপরাধ থেকে আমি নিজেকে
দূরে রেখেছি।
25তাই প্রভু পরমেশ্বর
আমার ন্যায়নিষ্ঠার পুরস্কার দিলেন।
কারণ তিনি জানেন
আমার হাত অমলিন।
26তোমার প্রতি যারা একনিষ্ঠ
তাদের প্রতি তুমিও নিষ্ঠাবান
নিখুঁত মানুষের সাথে
খুঁতহীন তোমারও আচরণ।
27শুদ্ধাচারীর কাছে প্রকাশ কর
তুমি নিজের শুদ্ধতা,
কুটিলের কুটিলতা
তোমার কাছে হার মানে।
28নত-নম্র মানুষকে তুমি উদ্ধার কর
কিন্তু গর্বোদ্ধতকে তুমি কর অবনমিত।
29হে প্রভু পরমেশ্বর, তুমিই আমার প্রদীপ,
তুমিই আমার ঈশ্বর, আমার আঁধারের আলো।
30তুমি সহায় হলে আমি ধ্বংস করতে পারি
শত্রুসেনানী হে আমার ঈশ্বর,
তোমার শক্তিতে আমি
লঙ্ঘন করতে পারি বাধার প্রাচীর।
31ইনিই ঈশ্বর, এঁর পথ নির্ভুল
প্রভু পরমেশ্বরের প্রতিজ্ঞা নির্ভরযোগ্য,
তিনি তাঁর শরণাগতের ঢালস্বরূপ।
32প্রভু পরমেশ্বর ছাড়া ঈশ্বর আর কে আছে?
আমাদের ঈশ্বর ছাড়া
আশ্রয় শৈল আর কে আছে?
33এই ঈশ্বরই আমার সুদৃঢ় দুর্গ,
তিনি নিরঙ্কুশ করেছেন আমার চলার পথ।
34তিনি আমার চরণযুগলে দিয়েছেন
হরিণীচরণের ক্ষিপ্রতা,
শৈল শিখরেও আমায় তিনি
নিরাপদে রাখেন।#হবক্ 3:19
35তিনি আমার এই হাতদুখানিকে
শিখিয়েছেন রণকৌশল
তাই আমার বাহুদ্বয় তাম্রনির্মিত
ধনুক নোয়াতে পারে।
36তুমি আমায় দিয়েছ তোমার পরিত্রাণের ঢাল
তোমার অমায়িকতা আমায় করেছে মহান,
37তুমি আমায় দিয়েছ চলার জন্য প্রশস্ত পথ
তাই স্খলিত হয় নি আমার চরণ।
38শত্রুরা পালিয়ে রক্ষা পায় নি
আমি ধ্বংস করেছি তাদের,
একেবারে শেষ না করে,
আসি নি ফিরে-
39আমি তাদের ধ্বংস করেছি,
সংহার করেছি সমূলে।
যাতে তারা আর মাথা তুলে
দাঁড়াতে না পারে,
তারা পরাজিত, শায়িত আমার পদতলে।
40কারণ তুমিই দিয়েছ আমায় যুদ্ধ করার শক্তি
আমায় যারা আক্রমণ করেছিল
তাদের উপর তুমি আমায় করেছ বিজয়ী।
41আমার শত্রুদের তুমি পলায়নে বাধ্য করেছ,
আমার বিদ্বেষীদের আমি করেছি নিধন।
42তারা সাহায্যের জন্য কেঁদেছিল
কিন্তু তাদের রক্ষা করতে কেউ আসে নি
তারা ডেকেছিল প্রভু পরমেশ্বরকে,
কিন্তু তিনিও দেন নি সাড়া।
43আমি তাদের গুঁড়িয়ে ধুলো করে দিলাম,
পথের কাদার মত পায়ে দলে
ছুঁড়ে ফেললাম।
44তুমি আমাকে বিদ্রোহী প্রজার
হাত থেকে রক্ষা করেছ,
জাতিবৃন্দের উপরে তুমি আমার
কর্তৃত্ব বজায় রেখেছ,
যাদের আমি চিনতাম না
তারা আমার বশ্যতা স্বীকার করেছে।
45বিদেশীরা আমার কাছে নতি স্বীকার করেছে,
আমার কথা শোনামাত্রই
তারা আমার আজ্ঞা পালন করে।
46তারা সাহস হারিয়েছে,
কাঁপতে কাঁপতে বেরিয়ে এসেছে
তাদের দুর্গ থেকে।
47প্রভু পরমেশ্বর চিরজাগ্রত।
ধন্য আমার আশ্রয়দুর্গ
আমার পরিত্রাতা ঈশ্বরের মহিমা হোক।
48তুমিই সেই ঈশ্বর, তুমি আমায়
শত্রুর ওপর বিজয়ী করেছ,
জাতিবৃন্দকে করেছ আমার পদানত।
49তুমিই সেই ঈশ্বর, তুমি আমায়
শত্রুর কবল থেকে উদ্ধার করে এনেছ,
বিপক্ষের উপরে করেছ আমায় বিজয়ী,
উদ্ধার করেছ আমায় দুর্বৃত্তের হাত থেকে।
50তাই আমি, হে প্রভু পরমেশ্বর,
জাতিবৃন্দের মাঝে কীর্তন করব
মহিমা তোমার!
স্তবগান, করব আমি তোমারই নামে।#রোমীয় 15:9
51তিনি তাঁর রাজাকে ভূষিত করেন
মহাবিজয় গৌরবে।
তাঁর অভিষিক্তের প্রতি,
দাউদ ও তাঁর বংশের প্রতি
প্রদর্শন করেন তাঁর অবিচল প্রেম।
Zur Zeit ausgewählt:
২ শমুয়েলে 22: BENGALCL-BSI
Markierung
Teilen
Kopieren
Möchtest du deine gespeicherten Markierungen auf allen deinen Geräten sehen? Erstelle ein kostenloses Konto oder melde dich an.
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.