২ শমুয়েলে 16

16
দাউদ ও সিবা
1দাউদ পাহাড়ের চূড়া পেরিয়ে একটু এগিয়েছেন, সেই সময় মফীবোশতের দাস সিবার সঙ্গে তাঁর দেখা হল। তার সঙ্গে ছিল দুটো গাধা। তাদের পিঠে বোঝাই করা দুশো রুটি, একশো গোছা কিসমিস, একশো গোছা টাটকা ফল আর এক মশক#16:1 মশক= চামড়ার থলি ভর্তি সুরা।#২ শমু 9:9-10 2রাজা সিবাকে বললেন, এসব দিয়ে কি হবে? সিবা বলল, এই গাধা দুটো রাজ পরিবারের লোকদের ব্যবহারের জন্য এবং রুটী ও ফল সৈন্যদের জন্য আর প্রান্তরে আপনার লোকজন অবসন্ন হয়ে পড়লে এই সুরা তারা পান করবে।
3রাজা তাকে জিজ্ঞাসা করলেন, মফীবোশথ কোথায়? সিবা বলল, তিনি জেরুশালেমেই আছেন। তিনি ভেবেছেন, ইসরায়েলীরা এবার তাঁর পিতামহ শৌলের রাজ্য তাঁকে ফিরিয়ে দেবেন।#২ শমু 19:26-27
4রাজা তখন সিবাকে বললেন, মফীবোশথের যা কিছু সম্পত্তি আছে, সব তোমার। সিবা বলল, মহারাজ, আমি আপনার দাস। আমি যেন আপনার কৃপালাভে ধন্য হই।
দাউদ ও শিমিয়ি
5দাউদ বহুরীমের কাছাকাছি এলে শৌলের বংশের গেরার পুত্র শিমিয়ি নামে একটি লোক তাঁকে অভিশাপ দিতে বেরিয়ে এল 6এবং দাউদ ও তাঁর কর্মচারী ও সৈন্যসামন্তদের দিকে ঢিল ছুঁড়তে লাগল।
7শিমিয়ি অভিশাপ দিয়ে বলতে লাগল, দূর হ’, দূর হয়ে যা খুনী নরপিশাচ। 8যার রাজ্য তুই কেড়ে নিয়েছিস সেই শৌলের বংশের সমস্ত রক্তের দায় প্রভু পরমেশ্বর এবার তোর মাথায় চাপিয়েছেন। আর তোর ছেলে অবশালোমের হাতে তুলে দিয়েছেন সেই রাজ্য। এবার তুই নিজের জালে নিজেই পড়েছিস, খুনী! পাষণ্ড!
9সরূয়ার পুত্র অবিশয় রাজাকে বলল, ঐ মরা কুকুরটা আমার প্রভু মহারাজকে এভাবে অভিশাপ দিচ্ছে কোন সাহসে? অনুমতি করুন, এক্ষুণি আমি গিয়ে ওর মুণ্ডুটা ধড় থেকে নামিয়ে নিয়ে আসি।
10অবিশয় ও তার ভাই যোয়াবকে দাউদ বললেন, এ নিয়ে তোমাদের মাথা ঘামাবার কি দরকার? ওকে অভিশাপ দিতে দাও কারণ প্রভু পরমেশ্বর যদি তাকে এই অধিকার দিয়ে থাকেন, তাহলে কার সাধ্য ওকে থামায়।
11দাউদ অবিশয় ও তাঁর পারিষদদের বললেন, দেখ,আমার নিজের পুত্র যেখানে আমার প্রাণনাশের চেষ্টা করছে সেখানে এই বিন্যামীন বংশের লোকটা তো করবেই। এতে আশ্চর্য হবার কি আছে! ওকে ছেড়ে দাও, ও দিক অভিশাপ। প্রভু ওকে অভিশাপ দেওয়াচ্ছেন। 12একদিন না একদিন তিনি আমার দিকে মুখ তুলে চাইবেন এবং এই অভিশাপকে আশীর্বাদে পরিণত করবেন। 13দাউদ তাঁর দল-বল নিয়ে এগোতে লাগলেন, শিমিয়িও পাশাপাশি আর একটা পাহাড়ী পথ ধরে অভিশাপ দিতে দিতে তাঁদের সঙ্গে চলতে লাগল আর ঢিল ও মাটি তাঁদের ওপরে ছুঁড়তে লাগল। 14রাজা তাঁর লোকজন নিয়ে ক্লান্ত শ্রান্ত হয়ে জর্ডনে গিয়ে পৌঁছালেন এবং সেখানে সবাই বিশ্রাম করে সতেজ হয়ে উঠলেন।
জেরুশালেমে অবশালোম
15অবশালোম এবং সমস্ত ইসরায়েলীর সাথে অহীথোফলও জেরুশালেমে এল। 16তখন দাউদের ঘনিষ্ঠ বন্ধু অর্কনিবাসী হুশয় অবশালোমের কাছে গিয়ে অভিবাদন জানিয়ে বলল, মহারাজ, দীর্ঘজীবী হোন।
17অবশালোম তাকে বলল, এই কি তোমার বন্ধুত্বের নমুনা? তোমার বন্ধুর সঙ্গে গেলে না কেন?
18হুশয় বলল, না মহারাজ, প্রভু পরমেশ্বর, এই সভাসদেরা ও সমস্ত ইসরায়েলী যাঁকে মনোনীত করেছেন, আমি তাঁরই অধীন এবং তাঁর অধীনেই থাকব। 19তাছাড়া, আমি কার সেবা করব, আমার মনিব পুত্রেরই তো? আমি যেমন আপনার পিতার সেবা করেছি তেমনি আপনারও সেবা করব।
অহীথোফলের পরামর্শ
20অবশালোম অহীথোফলকে বলল, তাহলে এবার বল, আমরা কি করব? আমাদের কি করা উচিত? 21অহীথোফল বলল, আপনার পিতা তাঁর যে উপপত্নীদের রাজপুরী রক্ষার জন্য রেখে গেছেন, যান তাদের সঙ্গে সহবাস করুন, তাহলে সমস্ত ইসরায়েলী জানবে যে আপনি আপনার পিতার ঘৃণার পাত্র হয়েছেন। তখন তারাও উৎসাহ পেয়ে আরও শক্তিশালী হয়ে উঠবে। 22তখন প্রাসাদের ছাদের উপর তাঁবু খাটানো হল। অবশালোম সমস্ত ইসরায়েলীর জ্ঞাতসারে তাঁর পিতার উপপত্নীদের সঙ্গে সহবাস করল।#২ শমু 12:11-12 23সেই সময় অহীথোফল যা কিছু পরামর্শ দিত, সকলে সাক্ষাৎ ঈশ্বরের নির্দেশেরই মত সব পালন করত এবং দাউদ ও অবশালোমও একইভাবে তার উপদেশ গ্রহণ করত।

Markierung

Teilen

Kopieren

None

Möchtest du deine gespeicherten Markierungen auf allen deinen Geräten sehen? Erstelle ein kostenloses Konto oder melde dich an.