1
লেবীয় 19:18
Kitabul Mukkadas
প্রতিশোধ নেওয়া চলবে না, কিংবা কারও বিরুদ্ধে মনের মধ্যে হিংসার ভাব পুষে রাখা চলবে না। প্রত্যেক মানুষকে নিজের মত করে মহব্বত করতে হবে। আমি মাবুদ।
Vergleichen
Studiere লেবীয় 19:18
2
লেবীয় 19:28
মৃত লোকদের জন্য শোক-প্রকাশ করতে গিয়ে শরীরের কোন জায়গা ক্ষত করা চলবে না। শরীরে কোন উল্কি-চিহ্ন দেওয়া চলবে না। আমি মাবুদ।
Studiere লেবীয় 19:28
3
লেবীয় 19:1-2
মাবুদ মূসাকে সমস্ত বনি-ইসরাইলদের বলতে বললেন, “আমি তোমাদের মাবুদ আল্লাহ্ পবিত্র বলে তোমাদেরও পবিত্র হতে হবে।
Studiere লেবীয় 19:1-2
4
লেবীয় 19:17
“অন্যের প্রতি মনের মধ্যে ঘৃণা পুষে রাখা চলবে না। অন্যের দোষ অবশ্যই দেখিয়ে দিতে হবে যাতে তার দরুন তোমরা নিজেরা দোষী না হও।
Studiere লেবীয় 19:17
5
লেবীয় 19:31
“যারা ভূতের মাধ্যম হয় কিংবা যারা ভূতের সংগে সম্বন্ধ রাখে তাদের কাছে যাওয়া চলবে না, কারণ তারা তোমাদের নাপাক করে তুলবে। আমি আল্লাহ্ তোমাদের মাবুদ।
Studiere লেবীয় 19:31
6
লেবীয় 19:16
কারও নিন্দা করে বেড়ানো চলবে না। কোন মানুষের প্রাণের ক্ষতি হতে পারে এমন কিছু করা চলবে না। আমি মাবুদ।
Studiere লেবীয় 19:16
Hauptbildschirm
Bibel
Lesepläne
Videos