1
মথি 7:7
পবিএ বাইবেল CL Bible (BSI)
চাও, তাহলে তোমাদের দেওয়া হবে। অন্বেষণ কর, সন্ধান পাবে। আঘাত কর, তোমাদের জন্য দ্বার উন্মুক্ত হবে।
Vergleichen
Studiere মথি 7:7
2
মথি 7:8
যে চায়, সে পায়। যে অন্বেষণ করে সে সন্ধান পায়। যে দ্বারে আঘাত করে তার জন্য দ্বার হয় উন্মুক্ত।
Studiere মথি 7:8
3
মথি 7:24
যে ব্যক্তি আমার এসব কথা শুনে পালন করে সে হল এমন এক বিজ্ঞ লোকের মত যে পাথরের ভিত্তির উপর তার বাড়ি তৈরী করল।
Studiere মথি 7:24
4
মথি 7:12
অন্যের কাছ থেকে যে আচরণ তোমরা প্রত্যাশা কর, অন্যের প্রতিও ঠিক সেই আচরণই তোমরা করো-এই মোশির বিধান ও নবীদের শিক্ষার সারমর্ম।
Studiere মথি 7:12
5
মথি 7:14
কিন্তু জীবনের অভিমুখী পথ দুর্গম, দ্বারও সংকীর্ণ, অল্প লোকেই তার সন্ধান পায়।
Studiere মথি 7:14
6
মথি 7:13
সংকীর্ণ দ্বার দিয়ে প্রবেশ কর। যে পথ ধ্বংসের মুখে নিয়ে যায়, সে পথ প্রশস্ত, তার দ্বার সুপরিসর এবং সেই পথের পথিকও প্রচুর।
Studiere মথি 7:13
7
মথি 7:11
মন্দ হয়েও যদি তোমরা তোমাদের সন্তানদের ভাল জিনিস দিতে পার, তাহলে তোমাদের স্বর্গস্থ পিতার কাছে যারা চাইবে তিনি তাদের আরও কতই না ভাল জিনিস দেবেন।
Studiere মথি 7:11
8
মথি 7:1-2
তোমরা অপরের বিচার করো না, যেন তোমাদেরও বিচার না হয়। কারণ যে ভাবে তোমরা অন্যের বিচার করবে, সেভাবে তোমাদেরও বিচার হবে। যে মানদন্ডে তোমরা অন্যের বিচার করবে, সেই মানদন্ডে তোমাদেরও বিচার করা হবে।
Studiere মথি 7:1-2
9
মথি 7:26
যে আমার এসব কথা শুনেও পালন করে না, সে হল এমন এক নিবোর্ধের মত যে বালির উপরেই তার বাড়ি তৈরী করল।
Studiere মথি 7:26
10
মথি 7:3-4
তোমরা ভাইয়ের চোখে যে কুটো আছে সেটি তুমি লক্ষ্য করছ, অথচ তোমরা নিজের চোখে যে কড়িকাঠ রয়েছে তার কথা তুমি ভাবছ না। তোমার নিজের চোখে কড়িকাঠ থাকতে কোন মুখে তুমি তোমার ভাইকে বলবে, ‘এস, তোমার চোখ থেকে কুটোটা বের করে দিই’।
Studiere মথি 7:3-4
11
মথি 7:15-16
ভন্ড নবীদের সম্পর্কে সাবধান হবে। মেষের ছদ্মবেশে এরা তোমাদের কাছে আসে, কিন্তু আসলে এরা হচ্ছে এক একটি হিংস্র নেকড়ে। কাজ দেখেই তাদের চিনতে পারবে। কাঁটাঝোপে আঙ্গুর ফলে না, আর শিয়ালকাঁটা গাছে ডুমুর জন্মায় না।
Studiere মথি 7:15-16
12
মথি 7:17
ভাল গাছে ভাল ফল ধরে আর খারাপ গাছে খারাপ ফল ফলে।
Studiere মথি 7:17
13
মথি 7:18
ভাল গাছ থেকে খারাপ ফল হতেই পারে না, আর খারাপ গাছ ভাল ফল দিতেই পারে না।
Studiere মথি 7:18
14
মথি 7:19
যে গাছে ভাল ফল হয় না সেটিকে কেটে আগুনে ফেলে দেওয়া হয়।
Studiere মথি 7:19
Home
Bibel
Lesepläne
Videos