1
মথি 18:20
পবিএ বাইবেল CL Bible (BSI)
যেখানে আমার নামে দুই কিম্বা তিনজন উপাসনায় মিলিত হয় সেখানে আমি তাদের মধ্যে উপস্থিত থাকি।
Vergleichen
Studiere মথি 18:20
2
মথি 18:19
তোমাদের আরও বলছি, পৃথিবীতে তোমাদের মধ্যে দুজন যদি কোনো কোনো বিষয়ে একমত হয়ে প্রার্থনা কর তাহলে আমার স্বর্গস্থ পিতা সেই প্রার্থনা পূর্ণ করবেন।
Studiere মথি 18:19
3
মথি 18:2-3
যীশু একটি শিশুকে ডেকে তাঁদের মাঝখানে দাঁড় করিয়ে বললেন, আমি তোমাদের সত্যই বলছি, তোমরা যদি ঈশ্বরের দিকে ফিরে না আস এবং শিশুদের মত না হও, তবে তোমরা কিছুতেই স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না।
Studiere মথি 18:2-3
4
মথি 18:4
যে এই শিশুর মত নিজেকে নত করে স্বর্গরাজ্যে সে-ই শ্রেষ্ঠ।
Studiere মথি 18:4
5
মথি 18:5
আর যে এমন একটি শিশুকে আমার নামে গ্রহণ করে, সে আমাকেই বরণ করে।
Studiere মথি 18:5
6
মথি 18:18
আমি তোমাদের সত্যিই বলছি, পৃথিবীতে তোমরা যা কিছু বদ্ধ করবে স্বর্গেও তা আবদ্ধ হবে এবং পৃথিবীতে যা কিছু মুক্ত করবে স্বর্গেও তা উন্মুক্ত হবে।
Studiere মথি 18:18
7
মথি 18:35
কাজেই তোমরা যদি প্রত্যেকে পরস্পরকে সর্বান্তঃকরণে ক্ষমা না কর, তবে আমার স্বর্গস্থ পিতাও তোমাদের সঙ্গে এরকম আচরণ করবেন।
Studiere মথি 18:35
8
মথি 18:6
কেউ যদি আমার প্রতি বিশ্বাসী এই নগণ্য শিশুদের একজনেরও বিঘ্নের কারণ হয় তবে তার গলায় ভারী যাঁতা বেঁধে তাকে সমুদ্রের অতল জলে ডুবিয়ে দেওয়া তার পক্ষে বরং ভাল।
Studiere মথি 18:6
9
মথি 18:12
কোন লোকের যদি একশোটি মেষ থাকে ও তার মধ্যে যদি একটি হারিয়ে যায় তবে সে কি সেই নিরাব্বইটি মেষ পাহাড়ে ফেলে রেখে সেই হারানো মেষটিকে খুঁজতে যাবে না? তোমরা কি মনে কর?
Studiere মথি 18:12
Hauptbildschirm
Bibel
Lesepläne
Videos