1
লেবীয় পুস্তক 19:18
পবিএ বাইবেল CL Bible (BSI)
তোমরা স্বজাতীয় লোকের বিরুদ্ধে বিদ্বেষ ও প্রতিহিংসার মনোভাব পোষণ করবে না। তোমার প্রতিবেশীকে তোমার নিজের মতই ভালবাসবে। আমি প্রভু পরমেশ্বর।
Vergleichen
Studiere লেবীয় পুস্তক 19:18
2
লেবীয় পুস্তক 19:28
মৃতব্যক্তির উদ্দেশে শোক প্রকাশের জন্য তোমরা দেহের কোন অংশ ক্ষতবিক্ষত করবে না কিম্বা শরীরে উল্কি ধারণ করবে না। আমি প্রভু পরমেশ্বর।
Studiere লেবীয় পুস্তক 19:28
3
লেবীয় পুস্তক 19:2
তুমি সমগ্র ইসরায়েলী জনমণ্ডলীকে বল, তোমরা পবিত্র হও, কেননা আমি প্রভু পরমেশ্বর তোমাদের পবিত্র ঈশ্বর।
Studiere লেবীয় পুস্তক 19:2
4
লেবীয় পুস্তক 19:17
তোমরা নিজের ভাইয়ের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করবে না। তোমাদের প্রতিবেশীর কৃত অন্যায়ের জন্য তোমরা অবশ্যই তাদের র্ভৎসনা করবে। তা না হলে তোমরা তাদের পাপের ভাগী হবে।
Studiere লেবীয় পুস্তক 19:17
5
লেবীয় পুস্তক 19:31
তোমার ভূতের ওঝা বা গুণিনদের কাছে যাবে না, তাদের খোঁজ করবে না, তাহলে তোমরা তাদের দ্বারা অশুচি হবে। আমি প্রভু পরমেশ্বর, তোমাদের আরাধ্য ঈশ্বর।
Studiere লেবীয় পুস্তক 19:31
6
লেবীয় পুস্তক 19:16
তোমরা আত্মীয় স্বজনের সম্পর্কে কুৎসা রটনা করবে না এবং তোমাদের প্রতিবেশীর জীবনহানিকর কোন প্রচেষ্টায় লিপ্ত হবে না। আমি প্রভু পরমেশ্বর।
Studiere লেবীয় পুস্তক 19:16
Hauptbildschirm
Bibel
Lesepläne
Videos