1
যিহোশূয়ের পুস্তক 1:9
পবিএ বাইবেল CL Bible (BSI)
আমার আদেশ: তুমি দৃঢ় হও ও সাহস অবলম্বন কর, ভয় পেয়ো না কিম্বা নিরাশ হয়ো না, কারণ তুমি যেখানেই যাও না কেন আমি, তোমার আরাধ্য প্রভু পরমেশ্বর তোমার সঙ্গে আছি।
Vergleichen
Studiere যিহোশূয়ের পুস্তক 1:9
2
যিহোশূয়ের পুস্তক 1:8
তোমার আরাধনায় এই বিধান পুস্তক নিত্য পাঠ করো, ধ্যান করো দিবারাত্র। এতে যা কিছু লেখা আছে, সযত্নে পালন করো। তাহলে তুমি উন্নতি লাভ করবে ও সব কাজে সফল হবে।
Studiere যিহোশূয়ের পুস্তক 1:8
3
যিহোশূয়ের পুস্তক 1:7
তুমি শুধু দৃঢ় হও ও সাহস কর। আমার দাস মোশি তোমাকে যে সমস্ত বিধান পালনের নির্দেশ দিয়েছে, সযত্নে সেগুলি পালন করো। এর বিন্দুমাত্র অন্যথা করো না। তাহলে তোমার যাত্রাপথে সর্বত্র সাফল্যলাভ করবে।
Studiere যিহোশূয়ের পুস্তক 1:7
4
যিহোশূয়ের পুস্তক 1:5
কেউ কোনদিন তোমাকে প্রতিহত করতে পারবে না। আমি মোশির সঙ্গে যেমন ছিলাম তেমনি তোমার সঙ্গেও থাকব, আমি তোমাকে পরিত্যাগ করব না বা তোমার প্রচেষ্টা ব্যর্থ হতে দেব না।
Studiere যিহোশূয়ের পুস্তক 1:5
5
যিহোশূয়ের পুস্তক 1:6
তুমি দৃঢ় হও, সাহস সঞ্চয় কর, কারণ এদের পিতৃপুরুষদের কাছে যে দেশ দেওয়ার প্রতিশ্রুতি আমি দিয়েছি, তোমার মাধ্যমেই সেই দেশের অধিকার এরা লাভ করবে।
Studiere যিহোশূয়ের পুস্তক 1:6
6
যিহোশূয়ের পুস্তক 1:3
যে যে স্থানে তোমরা পদার্পণ করবে সেগুলি সবই হবে তোমাদের। মোশিকে আমি যে প্রতিশ্রুতি দিয়েছিলাম সেই অনুযায়ী আমি সেই সব স্থান তোমাদের দিয়েছি।
Studiere যিহোশূয়ের পুস্তক 1:3
7
যিহোশূয়ের পুস্তক 1:2
আমার দাস মোশি পরলোকগত, এখন তুমি উদ্যোগী হয়ে ইসরায়েলীয়দের নিয়ে জর্ডন পার হও এবং এদের যে দেশ আমি দেব সেই দেশে নিয়ে যাও।
Studiere যিহোশূয়ের পুস্তক 1:2
8
যিহোশূয়ের পুস্তক 1:1
প্রভু পরমেশ্বরের সেবক মোশির মৃত্যুর পর প্রভু পরমেশ্বর নূনের পুত্র মোশির সহকারী যিহোশূয়কে বললেন
Studiere যিহোশূয়ের পুস্তক 1:1
9
যিহোশূয়ের পুস্তক 1:4
মরুপ্রান্তর থেকে লেবানন এবং মহানদী ইউফ্রেটিস পর্যন্ত হিত্তীয়দের সমগ্র অঞ্চল এবং অস্তাচলের দিকে মহাসিন্ধু পর্যন্ত এলাকা হবে তোমাদের দেশ।
Studiere যিহোশূয়ের পুস্তক 1:4
10
যিহোশূয়ের পুস্তক 1:18
আপনার নির্দেশের বিরোধিতা যে করবে বা আপনার কথা যে অমান্য করবে তার মৃত্যুদণ্ড হবে। আপনি দৃঢ় হোন ও সাহস অবলম্বন করুন।
Studiere যিহোশূয়ের পুস্তক 1:18
11
যিহোশূয়ের পুস্তক 1:11
তোমরা ছাউনির মধ্যে যাও এবং লোকদের বল যেন তারা রসদ সংগ্রহ করে নেয় কারণ তিন দিনের মধ্যে তোমাদের জর্ডন পার হতে হবে এবং তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর যে দেশ তোমাদের দিয়েছেন সেই দেশ অধিকার করার জন্য যাত্রা করতে হবে।
Studiere যিহোশূয়ের পুস্তক 1:11
Home
Bibel
Lesepläne
Videos