1
২ রাজাবলি 20:5
পবিএ বাইবেল CL Bible (BSI)
ফিরে যাও, আমার প্রজাদের অধ্যক্ষ হিষ্কিয়কে বল, তোমার পূর্বপুরুষ দাউদের ঈশ্বর প্রভু বলেছেন, আমি তোমার প্রার্থনা শুনেছি, তোমার চোখের জল দেখেছি। আমি তোমায় সুস্থ করব। তিন দিনের দিন তুমি প্রভুর মন্দিরে যাবে।
Vergleichen
Studiere ২ রাজাবলি 20:5
2
২ রাজাবলি 20:3
হে প্রভু পরমেশ্বর, আমার নিবেদন শোন, স্মরণ কর, কত নিষ্ঠাভরে সর্বান্তঃকরণে আমি তোমার সেবা করেছি এবং অকুন্ঠভাবে তোমার ইচ্ছা পালন করেছি—এই বলে তিনি তীব্র বেদনায় কাঁদতে লাগলেন।
Studiere ২ রাজাবলি 20:3
3
২ রাজাবলি 20:1
এই সময়ে রাজা হিষ্কিয় অসুখে মরণাপন্ন হয়ে পড়লেন, আমোসের পুত্র নবী যিশাইয় তাঁকে দেখতে এসে বললেন, প্রভু পরমেশ্বর বলেছেনঃ তোমার সমস্ত দায়দায়িত্বের ব্যাপারে সুব্যবস্থা করে ফেল। কারণ তোমার এ অসুখ সারবে না। তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও।
Studiere ২ রাজাবলি 20:1
4
২ রাজাবলি 20:6
আমি তোমায় আয়ু আরও পনেরো বছর বাড়িয়ে দেব। আমি তোমাকে এবং এই নগরকে আসিরীয় সম্রাটের হাত থেকে উদ্ধার করব। আমার নিজের গৌরবের জন্য এবং আমার দাস দাউদের জন্য এই নগর রক্ষা করব।
Studiere ২ রাজাবলি 20:6
Home
Bibel
Lesepläne
Videos