1
আদিপুস্তক 2:24
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী
এই কারণ মানুষ নিজের বাবা মাকে ত্যাগ করে নিজের স্ত্রীতে আসক্ত হবে এবং তারা একাঙ্গ হবে।
Sammenlign
Udforsk আদিপুস্তক 2:24
2
আদিপুস্তক 2:18
আর সদাপ্রভু ঈশ্বর বললেন, “মানুষের একা থাকা ভাল নয়, আমি তার জন্য তার মতো সহকারিণী তৈরী করি।”
Udforsk আদিপুস্তক 2:18
3
আদিপুস্তক 2:7
আর সদাপ্রভু ঈশ্বর মৃত্তিকার ধূলোতে আদমকে [অর্থাৎ মানুষকে] তৈরী করলেন এবং তার নাকে ফুঁ দিয়ে প্রাণবায়ু প্রবেশ করালেন; তাতে মানুষ সজীব প্রাণী হল।
Udforsk আদিপুস্তক 2:7
4
আদিপুস্তক 2:23
তখন আদম বললেন, “এবার [হয়েছে]; ইনি আমার অস্থির অস্থি ও মাংসের মাংস; এর নাম নারী হবে, কারণ ইনি মানুষ থেকে গৃহীত হয়েছেন।”
Udforsk আদিপুস্তক 2:23
5
আদিপুস্তক 2:3
আর ঈশ্বর সেই সপ্তম দিন কে আশীর্বাদ করে পবিত্র করলেন, কারণ সেই দিনের ঈশ্বর নিজের সৃষ্টি ও তৈরী করা সমস্ত কাজ থেকে বিশ্রাম নিলেন।
Udforsk আদিপুস্তক 2:3
6
আদিপুস্তক 2:25
ঐ দিনের আদম ও তাঁর স্ত্রী উভয়ে উলঙ্গ থাকতেন, আর তাঁদের লজ্জা বোধ ছিল না।
Udforsk আদিপুস্তক 2:25
Hjem
Bibel
Læseplaner
Videoer