Logo YouVersion
Eicon Chwilio

মার্ক পুথি ত্বথ্য়।

পুথি ত্বথ্য়।
মারী মন্ডলী রিঙ্কূ আপুকু জ্ত্চ কুরাঃআ থুতিকুতে গটা হুই লেনা যে নিয়া নথি যোহন মার্ক লিয়া অল হুই লেনা। নামা রীতি তে যোহন মার্ক রাঃআ নুতুম গেলে সা আউড়ই (উল্লিখিত) হুয়াকানা (কুলিচ কুরাঃআ কামীনেহরাঃআ 12:12, 25; 13:5, 13; 15:37, 39; কলসীয় 4:10; 2 তিমথি 4:11; ফিলেমন 24; 1 পিতর 5:13) নিয়া আউড় ইয়াআকুতে সারি নামতানা যে মার্ক দ বার্নাবাস রাঃআ পাহি তাহি লেনায় (কলসিয়া 4:10) মার্ক রাঃআ মাইতেৎ রাঃআ নুতুম দ তাহিলেনা মেরী, যিরুশালেমরে অকয় রাঃআ ধনদৌলত হেৎদ মৌন তাহিলেনা হেৎদ ইঙ্কূয়া অড়াঃআ মারি খ্রীস্টান কুরাঃআ নাতিনাং দুপহুন্ডি রাঃআ ঠাঁও তাহিলেনা। পল রাঃআ এতব মিশনারী সেসেনতে (সেসেনআয়), যোহন মার্ক পল হেৎদ বার্নাবাস রাঃআ লইচ (সঙ্গী) তাহিলেনায় (কুলিচ কুরাঃআ কামীনেহরাঃআ 12:25 ; 13:5 । বাইবেল তে স্বাক্ষ্য হেৎদ বাপধন কু পিতর হেৎদ মার্ক রাঃআ তালারে মিয়াৎ ঘনিষ্ঠ সম্পর্ক উদুগেৎআয় (1 পিতর 5:13 ) ইনি দ অটঃহঅগে পিতর রাঃআ বারজাগার হড় তাহিলেনায় হেৎদ যত লেকানাঃআ তলাতে পিতর রাঃআ উপমা (পাসনা) হেৎদ সদর সামাং স্বাক্ষ্য মার্ক রাঃআ বুগিন বার্তা রাঃআ এহব হুই দাড়িয়াঃ।
গালাং অক্ত হেৎদ ঠাঁও।
সাপ্তাম (অনুমানিক) 50 হাতেৎ 60 খ্রীস্টায়ম (খ্রিষ্টাব্দের), মন্ডলী রেন্কু বাপধন (ইরেনাস, আলেক্সেন্দ্রিয়ার ক্লেমেন্ট হেৎদ এঠাঃকু হঅ) নানান হুনার টুডা (লেখা) কু হাতেৎ আটকার নামঅ তানা যে মার্ক রাঃআ বুগিন বার্তা দ পেরে রোমরে টুডা (লেখা) হুই লেনা। মারি মন্ডলী রাঃআ ব্যবস্থা লেকাতে সাব তানা যে বার্তা টা পিতর রাঃআ গচ তায়্ম (খ্রীস্টায়ম 67-68) অলা কানা।
হাতায়চ।
স্বাক্ষ্য অকা নথি কে তেয়ার তিইয়ায়্য় ইঙ্কা লেকাতে সদরঅ তানা মার্ক দ অইহুদীকু রাঃআ ফড়ম (পাঠক) হেৎদ বিশেষ কাতে রোমীয় আয়ুমান (শ্রোতা) কুরাঃআ নাতিনাং টুডা লাঃআয়। নিয়া কারন হুই দাড়িয়া যে যীশু রাঃআ কূল কে কা মেশা হুইয়া কানা, নিয়া রাঃআ অর্থ অইহুদি ধার্তিরে গাদাকু কম তাহি দাড়িয়া।
দিশা।
মার্ক রেনকু ফড়মকু অক্য়্কু ঢের কাতে রোমীয় খ্রীষ্টান কু তাহি লেনা ইঙ্কূ আকুয়াআ চেতাংরে গাদা নির্যাতন হুইয়া মেন্তে কু আটকার নামলা আ, খ্রীস্টায়ম 67 রে রোমীয় সম্রাঃআট নিরোর শাসন কলরে খ্রীস্টান কু রাঃআ চেতান রে ভয়ঙ্কর সাসেৎ সাতাও হুই লেনা হেৎদ মর্মান্তিক গচ তুকা হুই লেনা। নেকান অবস্থারে মার্ক বুগিন বার্তা টুডাং লাআয় যাতে খ্রীস্টান হড় কু আলকু বরয় কাঃআয় অকয় কু ইনা এনকান কঠিন অবস্থারেকু তাহীন কেনা। কষ্ট সাহাইচ যীশু জীবনী লেকা চিহ্নিত হুইয়া কানা জিসাই 53 ।
বাবদ।
যীশু-দুঃখ কষ্ঠ সাহাইচ দাস।
চিহ্নানেল।
1. ডাহিরে সেবাকামী নাতিনাং যীশু রাঃআ স্যাপড়া— 1:1-13
2. গালিলি রাঃআ কাতা কাতা তে যীশু রাঃআ সেবা কামী— 1:14—8:30
3. যীশু রাঃআ দিশা:দুঃখ কষ্ঠ সাহা হেৎদ গচ— 8:31—10:52
4. যীরুশালেমরে যীশু রাঃআ সেবা কামী— 11:1—13:37
5. ক্রুশারোপন রাঃআ বর্ণনা— 14:1—15:47
6. যীশু রাঃআ জিউৎ বিরিৎ হেৎদ সদর (আবির্ভাব ) 16:1 -20

Uwcholeuo

Rhanna

Copi

None

Eisiau i'th uchafbwyntiau gael eu cadw ar draws dy holl ddyfeisiau? Cofrestra neu mewngofnoda