1
লুক 16:10
পবিএ বাইবেল CL Bible (BSI)
সামান্য বিষয়ে যে বিশ্বস্ত, বহু বিষয়েও সে বিশ্বস্ত, এবং সামান্য বিষয়ে যে অসৎ বহু বিষয়েও সে অসৎ।
Cymharu
Archwiliwch লুক 16:10
2
লুক 16:13
কোনও দাস দুইজন প্রভুর সেবা করতে পারে না। হয় সে একজনকে ঘৃণা করবে এবং অপরজনকে ভালবাসবে অথবা সে একজনের প্রতি অনুরক্ত থাকবে এবং অপরজনকে অবজ্ঞা করবে।
Archwiliwch লুক 16:13
3
লুক 16:11-12
সুতরাং জাগতিক ধনসম্পদ সম্বন্ধে যদি তুমি বিশ্বস্ত না হও, তাহলে প্রকৃত সম্পদ কে বিশ্বাস করে তোমার কাছে রাখবে? অন্যের জিনিস সম্বন্ধে তোমরা যদি বিশ্বস্ত না হও, তবে তোমাদের নিজের জিনিসই বা তোমাদের কে দেব?
Archwiliwch লুক 16:11-12
4
লুক 16:31
অব্রাহাম তাকে বললেন, ‘মোশি ও নবীদের কথা যদি তারা না শোনে, তবে মৃত্যুলোক থেকে উঠে কেউ গেলেও তারা তাকে বিশ্বাস করবে না।’
Archwiliwch লুক 16:31
5
লুক 16:18
নিজের স্ত্রীকে পরিত্যাগ করে যে আর একজনকে বিবাহ করে, সে ব্যভিচার করে এবং সেই স্বামী-পরিত্যক্তা স্ত্রীকে যে বিবাহ করে সেও ব্যভিচার করে।
Archwiliwch লুক 16:18
Gartref
Beibl
Cynlluniau
Fideos