ইউভার্শন লোগো
সার্চ আইকন

পুনঃপ্রতিষ্ঠা মনোনয়ন

পুনঃপ্রতিষ্ঠা মনোনয়ন

5 দিন

আমাদের দৈনন্দিন নবায়ন ও রূপান্তরণে ঈশ্বরের আত্মা সক্রিয়ভাবে জড়িত থাকেন, যেন আমরা আরও বেশি করে প্রভু যীশুর মতো হই। পুনঃপ্রতিষ্ঠা হল এই নবায়নের কাজের একটি অংশ এবং খ্রীষ্টিয় জীবনের এক আবশ্যকীয় অঙ্গ। একে বাদ দিয়ে আমরা পুরোনো ছাঁচ, আচরণ, বিভিন্ন অভ্যাস ও আচরণগুলি ভেঙে বেরিয়ে আসতে পারতাম না। পুনঃপ্রতিষ্ঠার জীবনভর যাত্রায় বাইবেলের পরিকল্পনা, আপনাকে প্রাথমিক পদক্ষেপগুলি নিতে সাহায্য করবে।

এই পরিকল্পনা প্রদান করার জন্য আমরা Christine Jayakaran কে ধন্যবাদ জানাতে চাই। আরো তথ্যের জন্য অনুগ্রহ করে পরিদর্শন করুন: https://www.instagram.com/christinegershom/