সাহসিকতায় তৈরি: অশান্ত সময়ে সাহসের সাথে জীবনযাপন করা

6 দিন
যখন আমি চারিদিক থেকে চাপের মধ্যে থাকি, তখন কী করি? আমার পরিকল্পনাগুলো যখন পাথরের উপরে ঢেউয়ের মতো ভেঙ্গে পড়ে, তখন আমার প্রতিক্রিয়া কী? “সাহসিকতায় তৈরি” একটি ৬ দিনের অধ্যয়ন, যেটি এক বন্দীর জীবনকে এবং কীভাবে তিনি তাঁর সময়ে এক প্রভাবশালী ব্যক্তি হয়ে উঠেছিলেন, তা বর্ণনা করে।
এই প্ল্যানটি প্রদানের জন্য আমরা Kolkata Christian Fellowship (KCF) কে ধন্যবাদ জানাতে চাই। আরো তথ্যের জন্য, অনুগ্রহ করে পরিদর্শন করুন: https://kcfellowship.net/
সম্পর্কিত পরিকল্পনাসমূহ

Romans: The Glory of the Gospel

Film + Faith - Superheroes and the Bible

Connect With God Through Reformation | 7-Day Devotional

God’s Strengthening Word: Putting Faith Into Action

Wellness Wahala: Faith, Fire, and Favor on Diplomatic Duty

Hey Rival: A Biblical Game Plan for Christian Athletes

Breaking Free From an Abusive Marriage

I Made It: Joy in the Valley

Finding Strength in Stillness
