BibleProject | ঈশ্বরের শাশ্বত প্রেম
9 দিন
যোহনের সুসমাচার হল যীশু কে সেই সম্পর্কে এক প্রত্যক্ষদর্শীর বিবরণ যিনি ছিলেন তার ঘনিষ্ঠতম একজন বন্ধু।এই ৯ - দিনের পাঠক্রমে, আপনি যীশুর কাহিনি পড়বেন যে তিনি কীভাবে মানুষ হয়ে ইস্রায়েলের ঈশ্বরের অবতারে পরিণত হন। তিনি হলেন একাধারে মশীহ এবং ঈশ্বরের পুত্র যিনি তাঁকে যারা বিশ্বাস করে তাদের সকলকে অনন্ত জীবন দেন।
আমরা এই পরিকল্পনাটি প্রদানের জন্য শাস্ত্রের সাথে একসাথে ধন্যবাদ জানাতে চাই। আরো তথ্যের জন্য অনুগ্রহ করে পরিদর্শন করুন: http://togetherinscripture.com