YouVersion Logo
Search Icon

লূক 3:4-6

লূক 3:4-6 MBCL

নবী ইশাইয়ার কিতাবে যা লেখা আছে ঠিক সেইভাবে এই সব হল। লেখা আছে, “মরুভূমিতে একজনের কন্ঠস্বর চিৎকার করে জানাচ্ছে, ‘তোমরা মাবুদের পথ ঠিক কর, তাঁর রাস্তা সোজা কর। সমস্ত উপত্যকা ভরা হবে, পাহাড়-পর্বত সমান করা হবে। আঁকাবাঁকা পথ সোজা করা হবে, অসমান রাস্তা সমান করা হবে। মানুষকে নাজাত করবার জন্য আল্লাহ্‌ যা করেছেন, সব লোকেই তা দেখতে পাবে।’ ”