পয়দায়েশ 21:17-18
পয়দায়েশ 21:17-18 MBCL
ছেলেটির কান্না কিন্তু আল্লাহ্র কানে গিয়ে পৌঁছাল। তখন আল্লাহ্র ফেরেশতা বেহেশত থেকে হাজেরাকে ডেকে বললেন, “হাজেরা, তোমার কি হয়েছে? ভয় কোরো না, কারণ ছেলেটি যেখানে আছে সেখান থেকেই তার কান্না আল্লাহ্র কানে গিয়ে পৌঁছেছে। তুমি উঠে ছেলেটিকে তুলে শান্ত কর, কারণ আমি তার মধ্য দিয়ে একটা মহাজাতি গড়ে তুলব।”