মথি 3:16-17
মথি 3:16-17 BACIB
পরে ঈসা বাপ্তিস্ম নিয়ে যখন পানি থেকে উঠলেন; আর দেখ, তাঁর জন্য বেহেশত খুলে গেল এবং তিনি আল্লাহ্র রূহ্কে কবুতরের মত নেমে তাঁর নিজের উপরে আসতে দেখলেন। আর দেখ, বেহেশত থেকে এই বাণী হল, ‘ইনিই আমার প্রিয় পুত্র, এঁর উপরেই আমি সন্তুষ্ট।’