২ করিন্থীয় 5:18-19
২ করিন্থীয় 5:18-19 BACIB
সব কিছুই আল্লাহ্ থেকেই হয়েছে; তিনি মসীহ্ দ্বারা নিজের সঙ্গে আমাদের সম্মিলন করেছেন এবং সম্মিলনের পরিচর্যা-পদ আমাদের দিয়েছেন; বস্তুতঃ আল্লাহ্ মসীহে নিজের সঙ্গে দুনিয়ার সম্মিলন করিয়ে দিচ্ছিলেন, তাদের অপরাধ সকল তাদের বলে গণনা করলেন না; এবং সেই সম্মিলনের বার্তা আমাদের জানিয়েছেন।