১ করিন্থীয় 12:17-19
১ করিন্থীয় 12:17-19 BACIB
সমস্ত দেহ যদি চোখ হত, তবে শুনবার শক্তি কোথায় থাকতো? এবং সমস্তই যদি শুনবার শক্তি হত, তবে ঘ্রাণ কোথায় থাকতো? কিন্তু এখন আল্লাহ্ অঙ্গ সকল এক এক করে দেহের মধ্যে যেমন ইচ্ছা করেছেন, সেরূপ বসিয়েছেন। নতুবা সবই যদি একটি অঙ্গ হত, তবে দেহ কোথায় থাকতো?