লূক 5:12-13
লূক 5:12-13 বিবিএস-গসপেল
একদা তিনি কোন নগরে আছেন, এমন সময়ে দেখ, একজন সর্বাঙ্গ কুষ্ঠরোগী; সে যীশুকে দেখিয়া উবুড় হইয়া পড়িয়া বিনতিপূর্বক বলিল, প্রভু, যদি আপনার ইচ্ছা হয়, তবে আমাকে শুচি করিতে পারেন। তখন তিনি হাত বাড়াইয়া তাহাকে স্পর্শ করিলেন, কহিলেন, আমার ইচ্ছা, তুমি শুচিকৃত হও; আর তখনই তাহার কুষ্ঠ চলিয়া গেল।