ফিলিপীয়দের প্রতি পত্র 2:14-15
ফিলিপীয়দের প্রতি পত্র 2:14-15 BERV
তোমরা অভিযোগ ও তর্ক-বিতর্ক না করে সব কাজ কর, যেন নির্দোষ ও খাঁটি লোক হও, এ যুগের কুটিল ও বিপথগামী লোকদের মাঝে ঈশ্বরের নিষ্কলঙ্ক সন্তানরূপে থাক। তাদের মাঝে এমনভাবে থাক যেন অন্ধকার জগতে তোমরা উজ্জ্বল নক্ষত্র।