YouVersion Logo
Search Icon

লূকলিখিত সুসমাচার 3:4-6

লূকলিখিত সুসমাচার 3:4-6 BERV

ভাববাদী যিশাইয়র পুস্তকে যেমন লেখা আছে: “প্রান্তরের মধ্যে একজনের কন্ঠস্বর ডেকে ডেকে বলছে, ‘প্রভুর জন্য পথ প্রস্তুত কর। তাঁর জন্য চলার পথ সোজা কর। সমস্ত উপত্যকা ভরাট কর, প্রতিটি পর্বত ও উপপর্বত সমান করতে হবে। আঁকা-বাঁকা পথ সোজা করতে হবে এবং এবড়ো-খেবড়ো পথ সমান করতে হবে। তাতে সকল লোকে ঈশ্বরের পরিত্রাণ দেখতে পাবে।’”