YouVersion Logo
Search Icon

প্রেরিতদের কার্য্য-বিবরণ 1:8

প্রেরিতদের কার্য্য-বিবরণ 1:8 BERV

কিন্তু যখন পবিত্র আত্মা তোমাদের কাছে আসবেন, তখন তোমরা শক্তি পাবে আর তোমরা আমার সাক্ষী হবে। লোকদের কাছে তোমরা আমার কথা বলবে। প্রথমে তোমরা জেরুশালেমের লোকদের কাছে সাক্ষ্য দেবে, তারপর সমগ্র যিহূদিয়া ও শমরিয়ায়, এমনকি জগতের শেষ সীমানা পর্যন্ত তোমরা আমার কথা বলবে।”

Video for প্রেরিতদের কার্য্য-বিবরণ 1:8