YouVersion Logo
Search Icon

দ্বিতীয় বিবরণ 5:13-14

দ্বিতীয় বিবরণ 5:13-14 BCV

ছয় দিন তুমি পরিশ্রম করবে ও তোমার সব কাজকর্ম করবে, কিন্তু সপ্তম দিনটি তোমার ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে বিশ্রামদিন। সেদিন তুমি, তোমার ছেলে বা মেয়ে, তোমার দাস বা দাসী, তোমার বলদ বা তোমার গাধা বা অন্য কোনও পশুপাল বা তোমার নগরে বসবাসকারী কোনো বিদেশি, কেউ কোনও কাজ কোরো না, যেন তোমার দাস বা দাসী বিশ্রাম পায়, যেমন তুমিও পাও।