YouVersion Logo
Search Icon

হিতোপদেশ 8

8
প্রজ্ঞার আহ্বান।
1প্রজ্ঞা কি ডাকে না? বুদ্ধি কি চিত্কার করে না?
2সে পথের পাশে উঁচু জায়গার চূড়োয়,
মার্গ সকলের সংযোগ স্থানে দাঁড়ায়;
3সে প্রবেশ দরজার কাছে,
নগরের দরজার কাছে সে চিত্কার করে বলে,
4“হে মানুষেরা, আমি তোমাদেরকে ডাকি
এবং মানবজাতির সন্তানদের কাছে আমি আমার রব তুলি।
5হে নির্বোধেরা, চতুরতা শিক্ষা কর;
হে নির্বোধ সব, সুবুদ্ধি হৃদয় হও।
6শোনো, কারণ আমি উত্কৃষ্ট কথা বলব
এবং যখন আমার ঠোঁট খুলবে যা সঠিক তা বলব।
7আমার মুখ সত্য কথা বলবে
এবং দুষ্টতা আমার ঠোঁটের ঘৃণার বস্তু।
8আমার মুখের সব বাক্য ধর্ম্মময়;
তার মধ্যে বাঁকা বা খারাপ কিছুই নেই।
9বুদ্ধিমানের কাছে সে সব স্পষ্ট,
জ্ঞানীদের কাছে সে সব সরল।
10আমার শাসনই গ্রহণ কর,
রূপা নয়, উত্কৃষ্ট সোনার থেকে জ্ঞান নাও।
11কারণ আমি, প্রজ্ঞা, মুক্তোর থেকেও ভালো,
কোনো ইচ্ছার বস্তু তার সমান নয়।
12আমি প্রজ্ঞা, চতুরতার ঘরে বাস করি
এবং আমি বিচক্ষণ ও জ্ঞানের অধিকারী।
13সদাপ্রভুর ভয় দুষ্টদের প্রতি ঘৃণা;
অহঙ্কার, দাম্ভিকতা ও খারাপ পথ
এবং কুটিল কথা আমি ঘৃণা করি।
14পরামর্শ ও বুদ্ধিকৌশল আমার,
আমিই সুবিবেচনা, পরাক্রম আমার।
15আমার জন্য রাজারা রাজত্ব করেন,
মন্ত্রিরা ধর্ম্মব্যবস্থা স্থাপন করেন।
16আমার জন্য শাসনকর্তারা শাসন করেন,
অধিপতিরা, পৃথিবীর সব বিচারকর্তারা, করেন।
17যারা আমাকে প্রেম করে,
আমিও তাদেরকে প্রেম করি,
যারা সযত্নে আমাকে খোঁজে তারা আমাকে পায়।
18আমার কাছে আছে ঐশ্বর্য্য ও সম্মান,
অক্ষয় সম্পত্তি ও ধার্ম্মিকতা।
19সোনা ও বিশুদ্ধ সোনার থেকেও আমার ফল ভালো,
আমি যা উত্পাদন করি তা বিশুদ্ধ রূপার থেকে ভালো।
20আমি ধার্মিকতার পথে চলি, ন্যায়ের মধ্য দিয়ে যাই,
21যেন, যারা আমাকে প্রেম করে,
তাদেরকে সম্পদ দিই,
তাদের ভান্ডার সব পরিপূর্ণ করি।
22সদাপ্রভু নিজের পথের শুরুতে আমাকে রেখে ছিলেন,
তাঁর কাজ সকলের আগে, আগে থেকে।
23আমি স্থাপিত হয়েছি অনাদিকাল থেকে,
আদি থেকে, পৃথিবী সৃষ্টির আগে থেকে।
24সেখানে সমুদ্রের আগে,
তখন আমি জন্মেছিলাম,
যখন জলভর্তি ঝরনা সব হয়নি।
25পর্বত সব বসানোর আগে,
উপপর্বত সবার আগে আমি জন্মেছিলাম;
26তখন তিনি স্থল ও মাঠ সৃষ্টি করেননি,
জগতের ধূলোর প্রথম অণুও সৃষ্টি করেননি।
27যখন তিনি আকাশমন্ডল প্রতিষ্ঠা করেন,
তখন আমি সেখানে ছিলাম;
যখন তিনি জলধিপৃষ্ঠের ওপর চক্রাকার সীমা নির্ধারন করলেন,
28যখন তিনি ওপরের আকাশ দৃঢ়রূপে তৈরী করলেন,
যখন জলের ঢেউ সব শক্তিশালী হল,
29যখন তিনি সমুদ্রের সীমা ঠিক করলেন,
যেন জল তাঁর আদেশ অমান্য না করে,
যখন তিনি পৃথিবীর মূল নির্ধারণ করলেন;
30সেই দিন আমি তার কাছে #8:30 প্রিয় পুত্র কৌশলী কারিগর ছিলাম;
আমি দিনের র পর দিন আনন্দময় ছিলাম,
তার সামনে প্রতিদিন আমোদ করতাম;
31আমি তাঁর ভূমন্ডলে আমোদ করতাম,
মানুষের ছেলেদের নিয়ে আনন্দ করতাম।
32এবং এখন, আমার পুত্ররা,
এখন আমার কথা শোনো;
কারণ তারা ধন্য, যারা আমার পথে চলে।
33তোমরা শাসনের কথা শোনো,
জ্ঞানবান হও; তা অগ্রাহ্য কোরো না।
34ধনী সেই ব্যক্তি, যে আমার কথা শোনে,
যে দিন দিন আমার দরজায় জেগে থাকে,
আমার দরজার পাশে অপেক্ষা করে।
35কারণ যে আমাকে পায়, সে জীবন পায়
এবং সদাপ্রভুর অনুগ্রহ লাভ করে।
36কিন্তু যে আমার বিরুদ্ধে পাপ করে,
সে নিজেকে করে; সে সব লোক ঘৃণা করে,
তারা মৃত্যুকে ভালবাসে।”

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in